Ford Motor : ভারতে দু’টি কারখানাই বন্ধ করছে ফোর্ড, বাজারে মিলবে আমদানি করা মডেল

author img

By

Published : Sep 10, 2021, 2:24 PM IST

Ford to shut down both its manufacturing plants in India, to sell only imported vehicles

ভারতে দু’টি কারখানাই বন্ধ করে দিচ্ছে মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ড মোটর কোম্পানি ৷ ফলে স্থানীয় কারখানাগুলিতে উৎপাদিত কোনও মডেলই আর ভারতের বাজারে পাওয়া যাবে না ৷ মিলবে শুধুমাত্র বিদেশ থেকে আমদানি করে আনা বিভিন্ন মডেল ৷

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর : ভারতে তাদের দু’টি কারখানাই বন্ধ করে দিচ্ছে মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ড মোটর কোম্পানি (Ford Motor Co) ৷ সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, এবার থেকে কেবলমাত্র আমদানি করে আনা গাড়িই এদেশে বিক্রি করবে তারা ৷ ফলে ফোর্ডের বেশ কিছু জনপ্রিয় মডেল ভারতের বাজারে আর পাওয়া যাবে না ৷ আগেই তামিলনাড়ুর চেন্নাই এবং গুজরাতের সানন্দের কারখানা দু’টিতে 250 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছিল তারা ৷ কিন্তু উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই দু’টি কারখানায় তৈরি ইকোস্পোর্ট, ফিগো, অ্য়াসপায়ারের মতো মডেলগুলির বিক্রিও ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ৷ বদলে মিলবে মুস্তাংয়ের মতো আমদানি করে আনা নানা মডেল ৷ সংশ্লিষ্ট সূত্রের তরফে জানানো হয়েছে, ‘‘এটি একেবারেই সংস্থার পুনর্গঠনমূলক সিদ্ধান্ত ৷ এবার থেকে ফোর্ড কেবলমাত্র বিদেশ থেকে আমদানি করা গাড়িই ভারতে বিক্রি করবে ৷’’

আরও পড়ুন : ওলার ব্যবসা বাড়াতে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ঘোষণা করবে ফোর্ড কর্তৃপক্ষ ৷ প্রসঙ্গত, ভারতের বাজারে নিজেদের জায়গা পাকা করতে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা ৷ সেই কারণেই ভারতে কারখানা তৈরির সিদ্ধান্ত নেয় তারা ৷ ফোর্ড ইন্ডিয়ার (Ford India) হাতে যে পরিকাঠামো রয়েছে, তাতে বছরে 6 লক্ষ 10 হাজার ইঞ্জিন এবং 4 লক্ষ 40 হাজার গাড়ি তৈরির ক্ষমতা রয়েছে তাদের ৷ এতদিন ভারতের কারখানায় তৈরি ফিগো, অ্য়াসপায়ার এবং ইকোস্পোর্ট বিশ্বের 70টিরও বেশি বাজারে রফতানি করত তারা ৷ চলতি বছরের জানুয়ারি মাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ফোর্ড এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) ৷ দু’টি সংস্থার মধ্যে যৌথভাবে যে চুক্তি হয়েছিল, তা ভেঙে দেওয়া হয় ৷ বদলে ভারতে আলাদা আলাদাভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা ৷ প্রসঙ্গত, 2019 সালের অক্টোবর মাসে এই দুই সংস্থার মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই মোতাবেক অংশীদারিত্বে ফোর্ডকে অনেকটাই পিছনে ফেলে দেওয়ার কথা ছিল মাহিন্দ্রার ৷

2019 সালের ওই চুক্তি অনুযায়ী স্থির হয়েছিল, ভারতে ফোর্ডের গাড়ির জন্য চাহিদা তৈরির পাশাপাশি তার বণ্টনও শুরু করা হবে ৷ এবং ওই চুক্তি মাফিকই ফোর্ড এবং মাহিন্দ্রা, দু’টি সংস্থারই গাড়ি বিক্রি করা হবে ৷ চুক্তি অনুযায়ী, 51 শতাংশ অংশীদারিত্ব তুলে দেওয়া হয়েছিল মাহিন্দ্রার হাতে ৷ আর তা নিয়েই ফোর্ডের সহযোগী সংস্থা আর্ডর অটোমোটিভ প্রাইভেট লিমিটেডের (Ardour Automotive Private Ltd) দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছিল মাহিন্দ্রা অ্য়ান্ড মাহিন্দ্রা ৷ বর্তমানে যা আমেরিকার ফোর্ড মোটর কোম্পানির (Ford Motor Company Inc) আর্থিক সহায়তায় চলছে ৷ ভারতীয় মুদ্রায় এই সংস্থায় বিনিয়োগের পরিমাণ প্রায় 657 কোটি টাকা ৷ আগে স্থির করা হয়েছিল আর্ডরে ফোর্ডের অংশীদারিত্ব থাকবে 49 শতাংশ ৷

আরও পড়ুন : GDP growth : অর্থনীতিতে আশার আলো, একলাফে জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

প্রসঙ্গত, ফোর্ড হল দ্বিতীয় মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা, যারা ভারতে তাদের কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ৷ 2017 সালে ভারতে ব্যবসা গুটিয়ে নেয় জেনারেল মোটরস (General Motors) ৷ তার আগে প্রায় দু’দশক ধরে ভারতে বাজার ধরার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে তারা ৷ গুজরাতের হললে তাদের যে কারখানাটি ছিল, সেটি এমজি মোটরসকে (MG Motors) বিক্রি করে দেয় তারা ৷ তবে মহারাষ্ট্রের তালেগাঁওয়ের কারখানাটি এখনও সচল রয়েছে ৷ কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে সেখানেও উৎপাদন কমানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.