ETV Bharat / briefs

উত্তর কোরিয়া-অ্যামেরিকা সংলাপ নিয়ে 'আশাবাদী' পম্পেও

author img

By

Published : Jul 10, 2020, 2:01 PM IST

Updated : Jul 10, 2020, 4:25 PM IST

পিয়ংইয়ং-এর সঙ্গে আলোচনায় রাজি ওয়াশিংটন বলেও জানিয়েছেন অ্যামেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং উত্তর কোরিয়ার বিশেষ দূত স্টিফেন বাইজান । দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়-ইন গত সপ্তাহেই বলেন, নির্বাচনের আগেই উত্তর কোরিয়া এবং অ্যামেরিকার মধ্যে আলোচনার সুযোগ দিতে সর্বাত্মক চেষ্টা করবে তাঁর দেশ ।
US-N Korea dialogue
US-N Korea dialogue

ওয়াশিংটন, 10 জুলাই : উত্তর কোরিয়ার আপত্তি থাকলেও সে'দেশের সঙ্গে বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যেতে ‘যথেষ্ট আশাবাদী’ বলে দাবি করলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । অ্যামেরিকায় নভেম্বরে আসন্ন প্রেসিডেন্শিয়াল নির্বাচনের আগে আরেক দফা অ্যামেরিকা-উত্তর কোরিয়া সামিট সম্ভব কি না জানতে চাইলে বৃহস্পতিবার সাংবাদিকদের এ'কথা বলেন পম্পেও ।

তাঁর কথায়, “এই আলোচনা চালিয়ে নিয়ে যেতে আমরা অত্যন্ত আশাবাদী । যতই সামিটের নিচুস্তরের হোক না কেন, যদি এটি যথাযথ এবং কার্যকর হয় তবে শীর্ষ নেতাদেরও পুনরায় একত্রিত হতে হবে ।” উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের সঙ্গে আরেকটি সামিটের জন্য প্রস্তুত বলে চলতি সপ্তাহের শুরুতেই জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কার্যকরী হলে আরও একটি সম্মেলন করতে চান বলে একটি সাক্ষাৎকারে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প । পিয়ংইয়ং-এর সঙ্গে আলোচনায় রাজি ওয়াশিংটন বলেও জানিয়েছেন অ্যামেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং উত্তর কোরিয়ার বিশেষ দূত স্টিফেন বাইজান ।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়-ইন গত সপ্তাহেই বলেন, নির্বাচনের আগেই উত্তর কোরিয়া এবং অ্যামেরিকার মধ্যে আলোচনার সুযোগ দিতে সর্বাত্মক চেষ্টা করবে তাঁর দেশ । যদিও ওয়াশিংটনের সঙ্গে আরও আলোচনায় আপত্তি জানিয়েছে পিয়ংইয়ং । মঙ্গলবার উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের ইউএস অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনেরাল কিওন জং গুন বলেন, উত্তর কোরিয়া অ্যামেরিকার সঙ্গে মুখোমুখি আলোচনায় রাজি নয় । এই বিষয়ে দক্ষিণ কোরিয়াকেও দূরে থাকার আবেদন করেন তিনি । 2019-এর ফেব্রুয়ারিতে হানয় সামিটে কোনও চুক্তি ছাড়াই উভয় নেতার মধ্যে ডিনিউক্লিয়ারাইজ়েশন সংক্রান্ত আলোচনা শেষ হওয়ার পর থেকে ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সেই আলোচনা স্থগিত রয়েছে । মূূূলত সীমান্তে পিয়ংইয়ং বিরোধী লিফলেটর প্রতিবাদে গত মাসে উত্তর কোরিয়ার সীমান্ত শহর ক্যাসং-এর ইন্টার-কোরিয়ান যোগাযোগ অফিস ভবনটি ভেঙে দেওয়ার পর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায় । সিওলের সঙ্গে যোগাযোগের সমস্ত পথও বন্ধ করেছে পিয়ংইয়ং ।

Last Updated :Jul 10, 2020, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.