ETV Bharat / briefs

রাজনৈতিক লড়াইতে হেরে মুখ্যমন্ত্রী গুন্ডাগিরির আশ্রয় নিয়েছেন : চন্দ্র বোস

author img

By

Published : May 19, 2019, 10:28 AM IST

Updated : May 19, 2019, 12:53 PM IST

চন্দ্রকুমার বোস

BJP কর্মীদের খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন চন্দ্রকুমার বোস ।

গড়িয়াহাট, 19 মে : BJP-র এজেন্টকে খুনের হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন । আজ এই অভিযোগ করেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী চন্দ্রকুমার বোস । তিনি বলেন, "গতরাত থেকে আমাদের কর্মীরা ফোন করছেন । তাঁদের হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের জিহাদি ব্রিগেড । একটি সন্ত্রাসবাদী সংগঠন ও তৃণমূলের মধ্যে কোনও পার্থক্য নেই । "

আজ সকালে সাউথ সিটি কলেজে ভোট দেন BJP প্রার্থী । সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "সারারাত ধরে ওয়ার রুমে বসে থাকতে হয়েছে । ভোর পাঁচটায় বাড়ি ফিরেছি । কসবা, বেহালায় আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে । বাড়িতে হামলা চালানো হচ্ছে । তাঁদের স্পষ্টভাবে বলা হচ্ছে, BJP-র এজেন্ট হলে খুন করা হবে । দক্ষিণ কলকাতার রাস্তায় লাশ পাওয়া যাবে । এটা কী ধরনের রাজনীতি ? আমরা তো গুন্ডাগিরি করতে আসিনি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

চন্দ্রকুমারবাবুর দাবি, রাজ্যে তৃণমূলের পায়ের তলা থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে । তাই তারা সন্ত্রাস ও গুন্ডাগিরির আশ্রয় নিচ্ছে । তিনি বলেন, "রাজনৈতিক লড়াইতে BJP-র কাছে হেরে গেছে তৃণমূল কংগ্রেস । তাই গুন্ডাগিরি করছে । কিন্তু, সেটা তো আমাদের পেশা নয় । মুখ্যমন্ত্রীকে অনুরোধ, আপনার গুন্ডাবাহিনীকে আজকের জন্য বাড়িতে থাকতে বলুন । আপনি কেন রাজনৈতিক লড়াইতে আসছেন না ? রাজনৈতিক লড়াই করতে আমরা প্রস্তুত । কিন্তু, তাতে আপনি হেরে গেছেন । তাই বাধ্য হয়ে গুন্ডাগিরির আশ্রয় নিয়েছেন ।"

Intro:124/207 নম্বর বুথে মেশিন খারাপ থাকায় দেরিতে শুরু ভোট গ্রহন। Body:লম্বা লাইন কেন্দ্রের সামনেConclusion:
Last Updated :May 19, 2019, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.