ETV Bharat / bharat

মিজোরামে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন ইন্দিরা গান্ধির প্রাক্তন দেহরক্ষী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 10:56 PM IST

Updated : Dec 5, 2023, 9:59 AM IST

Etv Bharat
লালডুহোমা

Mizoram Assembly polls Results: 40 আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় 27টি আসন জিতে ক্ষমতায় এসেছে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) ৷ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন এক প্রাক্তন আইপিএস অফিসার লালডুহোমা ৷ যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী ছিলেন ৷ লিখলেন ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহ ৷

কলকাতা/ আইজল, 4 ডিসেম্বর: 2015 সালে আম আদমি পার্টি (আপ) দিল্লিতে যা করেছিল, জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) 8 বছর পরে মিজোরামেও চমকপ্রদভাবে সেই কাজই করে দেখাল ৷ ভারতীয় রাজনীতিতে নতুনদের যাত্রা কিছুটা একই রকম হয় বলা যায় ৷

আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ছিলেন একজন ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার, যিনি তৎকালীন পোস্টার ম্যান এবং দক্ষ প্রচারক নরেন্দ্র মোদির প্রবল ব্যক্তিত্বের মাঝেও উঠে আসতে সফল হয়েছিলেন । আর মিজোরামের বর্তমান সময়ের প্রেক্ষিতে দেখলে, প্রাক্তন আইপিএস অফিসার লালডুহোমা, 2017 সালে জোরাম পিপলস মুভমেন্ট বা ZPM প্রতিষ্ঠা করেছিলেন, মাত্র ছয় বছরের মধ্যে মিজোরামের রাজনৈতিক ল্যান্ডস্কেপে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠে এসেছেন তিনি ৷

রবিবারই চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে, সেখানে রাজ্যস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতা দখল করেছে বিজেপি ৷ সেভাবে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করেনি ৷ কিন্তু মিজোরামে মিজোরাম ন্যাশনাল ফ্রন্টকে (এমএনএফ) পরাজিত করতে জেডপিএম-এর পক্ষে প্রবলভাবে কাজ করেছে আগের সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ও স্থানীয় বিভিন্ন সমস্যা ৷

তিনটি রাজ্যে বিজেপির ক্যান্টারিং এবং অ্যান্টি-ইনকাম্বেন্সি ফ্যাক্টর টস করতে যাওয়ায় মিজোরাম ছিল কিছুটা আলাদা। মিজোরামের একজন রাজনৈতিক বিশ্লেষক (নাম প্রকাশে অনিচ্ছুক) ইটিভি ভারত-কে বলেন, "এটি ক্ষমতাবিরোধী ছিল এবং স্থানীয় সমস্যাগুলি যা ZPM-কে গত নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করেছিল।"

জেডপিএম-এ কারা আছেন ? মিজো ও তাদের সহযোগী গোষ্ঠীগুলির মধ্যে জোয়ে বা জোরামসই সবচেয়ে বড় গোষ্ঠী ৷ এখানকার 6টি রাজনৈতিক সংগঠন একছাতার তলায় এসে তৈরি করে জোরাম পিপলস মুভমেন্ট ৷ 6 বছর আগে মিজোরাম পিপলস কনফারেন্স, জোরাম ন্যাশনালিস্ট পার্টি, জোরাম এক্সোডাস মুভমেন্ট, জোরাম ডিসেন্ট্রালাইজেশন ফ্রন্ট, জোরাম রিফর্মেশন ফ্রন্ট এবং মিজোরাম পিপলস পার্টি একসঙ্গে এসে গড়ে তোলে জেডপিএম ৷

কিন্তু 2018 সালে, জোটটিকে তার রাজনৈতিক আত্মপ্রকাশের সময় বিধানসভা নির্বাচনে মাত্র 8 টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল । তবে রাজনৈতিক অভিজ্ঞতার বয়সের নিরিখে এটি একটি খারাপ ফলাফল ছিল না। পরের বছরই জোটটিকে ভারতের নির্বাচন কমিশন স্বীকৃতি দেয়। তবে ওই বছরই জোটের সবচেয়ে বড় দল মিজোরাম পিপলস কনফারেন্স জোট ছেড়ে দেয় ।

জেডপিএম প্রাথমিকভাবে মিজোদের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করেছিল । 2023 এ আরও শক্তি সঞ্চয় করে ভোট ময়দানে নামে জেডপিএম ৷ নির্বাচনের পরে, এক্সিট পোল রিপোর্টগুলিও এই জোটকেই বিজয়ী হিসাবে অনুমান করেছিল, যা সোমবার ফলাফল প্রকাশের সময় সত্য বলে প্রমাণিত হয়েছে ।

কে এই লালডুহোমা ? জেডপিএম গঠনের পিছনে প্রধান মস্তিষ্ক ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার এবং কংগ্রেস নেতা লালডুহোমা । 72 বছর বয়সি এই বৃদ্ধ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে রাজনৈতিক অলিন্দে প্রবেশের জন্য মিজোরাম থেকে 1984 সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলেন । ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ হওয়ায়, লালডুহোমাকে মিজোরামে 1984 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি করা হয় । বলা হয়, দায়িত্ব নেওয়ার 5 মাস পর ওই বছর 31 অক্টোবর ইন্দিরা গান্ধির সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর, কিন্তু ওইদিনই ইন্দিরা গান্ধিকে হত্যা করা হয়, ফলে দুই নেতার বৈঠক আর হয়নি ৷

যাইহোক, লালডুহোমা 1986 সালে কংগ্রেস ছেড়ে দেন ৷ তার আগে 1985 সালে তিনি কংগ্রেসের টিকিটেই সাংসদ হন ৷ লালড়ুহোমা ছিলেন প্রথম সাংসদ যাকে 1988 সালে দলত্যাগ বিরোধী আইনে পদ খোয়াতে হয় ৷ এরপর তিনি মিজো ন্যাশনাল ইউনিয়ন গঠন করেছিলেন, মিজোরাম পিপলস কনফারেন্সের সঙ্গে যা যুক্ত হয় ৷

জেডপিএম এর উথ্থান: 2018 সালের বিধানসভা নির্বাচনে, MNF 26টি আসন পেয়ে জোরামথাঙ্গার নেতৃত্বে ক্ষমতায় আসে ৷ সদ্য গঠিত জেডপিএম পায় 8 আসন ৷ জোরামথাঙ্গার সরকার ক্ষমতায় এসে মায়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার উদ্যোগ নেয় ৷ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতে এটি ছিল ভুল সিদ্ধান্ত ৷ এই সিদ্ধান্ত ভোটে ভালো ফল দেবে মনে করলেও, তা হয়নি ৷

এছাড়াও, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য তাঁর ডাক কাজে দিয়েছিল ৷ জেডপিএম প্রতিষ্ঠাতা লালডুহোমা, যিনি নিজেই কংগ্রেস দলত্যাগকারী, তাঁর জনসংযোগ আগে থেকেই ছিল ৷ সেই সঙ্গে প্রার্থী নির্বাচনেও বিখ্যাত ফুটবলার জেজে লালপেখলুয়া এবং অন্যান্যদের প্রার্থী করার ক্ষেত্রে তিনি পেশাদারি মনোভাবের পরিচয় দিয়েছেন ৷

ফলের প্রভাব: যাইহোক, রবিবার ঘোষিত শেষ বিধানসভা ভোটের ফলাফলে বিজেপি সারা দেশে স্থল অর্জন করেছে, উত্তর-পূর্ব রাজ্যে নগদ অর্থ পেতে ব্যর্থ হয়েছে। যদি ম্যান্ডেট MNF-এর পক্ষে যায়, তাহলে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির উত্তর-পূর্বে আসাম, ত্রিপুরা, এবং মণিপুর ইতিমধ্যেই তাদের কিটিতে রয়েছে। এদিকে, অরবিদ কেজরিওয়ালের বিপরীতে, লালডুহোমা রাজনৈতিক মহলে কোনও ধোঁকাবাজ নয়৷ ZPM-এর পক্ষে এই আদেশ স্থানীয় সমস্যাগুলিকে আগের চেয়ে আরও বেশি সমাধান করতে সাহায্য করবে।

রবিবার গোবলয়ের তিন রাজ্যে সাফল্য পেলেও উত্তর-পর্বের এই রাজ্যে সাফল্য পেল না বিজেপি ৷ যদি জোটসঙ্গী এমএনএফ জিতত তাহলে দেশের এই অংশে বিজেপির জোর আরও মজবুত হত ৷ অসম, মণিপুর, ত্রিপুরায় বিজেপির সরকার আছে ৷ জয়ী জেডপিএম এনডিএ বা ইন্ডিয়া জোটে যোগ দেবে না বলেই মনে করা হচ্ছে ৷ কারণ লালডুহোমা আগেই জানিয়েছেন তিনি স্থানীয় সমস্যাকে গুরুত্ব দেবেন, দিল্লিতে তাঁর নজর নেই ৷

আরও পড়ুন:

  1. মিজোরামে সরকার গঠনের পথে জেডপিএম, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন লালডুহোমা
  2. 'কেউ কিছু জানায়নি', বুধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে নেই তৃণমূল; জানালেন মমতা
  3. 'মোদি মানেই গ্যারান্টি', বার্তা খোদ প্রধানমন্ত্রীর
Last Updated :Dec 5, 2023, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.