ETV Bharat / bharat

Shot Dead in Delhi: বাকবিতণ্ডার জের, গুরুগ্রামে যুবককে গুলি করে খুন

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 2:19 PM IST

দুই ব্যক্তির সঙ্গে ঝগড়া হচ্ছিল আশিস নামে এক যুবকের ৷ সেই সময়ই যুবককে গুলি করে ওই দুই ব্যক্তি ৷ ঘটনাস্থলে পুলিশ এসে আশিসকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ৷ মৃত্যু হয় আশিসের ৷

Etv Bharat
গুলি করে খুন

গুরুগ্রাম (হরিয়ানা), 20 অক্টোবর: ঝগড়ার পর যুবককে গুলি করে খুন ৷ শুক্রবার ভোররাতে গুরুগ্রামের রামলীলা প্যান্ডেলের পিছনে দু'জনের সঙ্গে ঝগড়া হওয়ার পর তারা গুলি করে এক যুবককে খুন করে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ভীমনগর এলাকায় ৷ আশিস (20) নামের এক যুবক তার বন্ধুর সঙ্গে রামলীলা দেখতে গিয়েছিলেন ৷ সেখানেই অন্য দুই ব্যক্তির সঙ্গে ঝগড়া হয় তার ৷ এরপর সেই দুই ব্যক্তিই গুলি করে আশিসকে ৷ যে বন্ধুদের সঙ্গে আশিস রামলীলা গিয়েছিলেন তারাই এই ঘটনার কথা জানান আশিসের কাকাকে ৷

খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে আশিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই বিষয়ে তদন্তকারী অফিসার তথা উপ-পরিদর্শক বাহি রাম কাটারিয়া জানান, অভিযুক্তরা পলাতক ৷ তল্লাশি চলছে ৷ শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে ৷ মৃত আশিসের কাকা সুরজের দায়ের করা অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, আশিস একজন ডিজে অপারেটরের সঙ্গে কাজ করত ৷ বৃহস্পতিবার রাতে বন্ধু করণের সঙ্গে রামলীলা দেখতে গিয়েছিলেন তাঁর ভাইপো ৷ এরপর বেলা 1টার দিকে সুরজ খবর পান আশিসকে গুলি করা হয়েছে ৷

সুরজের কথায়,"হাসপাতালে পৌঁছনোর পর আশিসের বন্ধু করণ ও ধীরজ আমাকে জানায় যে নিশি ও রোহন নামে দুই ব্যক্তির সঙ্গে তার ঝগড়া হয় ৷ তারপর তারাই গুলি করে আশিসকে ৷" পুলিশ জানিয়েছে, রাত সাড়ে 12টার দিকে রামলীলা প্যান্ডেলের পিছনে গুলি করা হয় আশিসকে ৷ মৃতের কাকা সুরজের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 302 (খুন) ও 34 (সাধারণ অস্ত্র) নং ধারার অধীনে নিশি এবং রোহনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷ এখনও পর্যন্ত স্পষ্টভাবে কী নিয়ে তাদের মধ্যে এই ঝগড়া হয়েছিল তার কোনও কারণ জানা যায়নি ৷

আরও পড়ুন : ঝগড়া-চড়চাপড় থেকে খুন ! সবের নেপথ্যে স্ন্যাক্স নিয়ে ঝামেলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.