ETV Bharat / bharat

কোভিড মোকাবিলায় নিশ্চিত না হওয়া পর্যন্ত দ্বাদশের পরীক্ষা নয়, অন্ধ্র সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Jun 24, 2021, 3:12 PM IST

Updated : Jun 24, 2021, 5:50 PM IST

কোভিড মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকারের ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সম্মতি দেওয়া সম্ভব নয় ৷ বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট ৷ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্য়ু হলে মৃতের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, প্রয়োজনে তা নিয়েও ভাবনা, চিন্তা করা হবে ৷

Won't allow Class 12 exams unless sure of 'no fatality' due to COVID, SC tells AP
কোভিড মোকাবিলায় নিশ্চিত না হওয়া পর্যন্ত দ্বাদশের পরীক্ষা নয়, অন্ধ্র সরকারকে জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 24 জুন : কোভিড মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকারের ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিশ্চিত নয় সুপ্রিম কোর্ট ৷ আর এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সম্মতি দেওয়া সম্ভব নয় ৷ বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিল দেশের শীর্ষ আদালত ৷ পাশাপাশি, আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, এক্ষেত্রে কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্য়ু হলে মৃতের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, প্রয়োজনে তা নিয়েও ভাবনা চিন্তা করা হবে ৷

কোভিড আবহের মধ্যেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রশ্ন উঠেছে পরীক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষা নিয়েও ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানবিলকার এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বিশেষ এজলাসে ৷

আরও পড়ুন : SNANA YATRA : প্রথা মেনেই পুরীতে পালিত হল জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা

এদিন শুনানি চলাকালীনই অন্ধ্রপ্রদেশ সরকারের কোভিড প্রতিরোধী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতি ৷ তাঁরা জানতে চান, দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে করোনার ছোঁয়াচ থেকে বাঁচাতে কী কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার ? অবিলম্বে তার যাবতীয় তথ্য আদালতে পেশ করার জন্য রাজ্য়ের আইনজীবী মেহফুজ় এ নাজ়কিকে নির্দেশ দেয় বেঞ্চ ৷

এরপরই আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘পরীক্ষা নেওয়ার জন্য আপনারা যে যে ব্যবস্থা নিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট নই ৷ কোভিড মোকাবিলার এই পরিকাঠামো আমাদের নিশ্চিত করতে পারেনি ৷ পরীক্ষা শুরু হলে কোভিডের কারণে একটিও মৃত্য়ু হবে না, এই নিশ্চয়তা আমরা যতক্ষণ না পাব, ততক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষা নেওয়ার অনুমতি দেব না ৷’’

আরও পড়ুন : 31 জুলাইয়ের মধ্যে ঘোষণা করতে হবে দ্বাদশের ফল, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

পাশাপাশি আদালত সাফ জানিয়েছে, ‘‘পরীক্ষা চলাকালীন যদি কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্য়ু হয়, তাহলে সেই পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, সেই বিষয়টিও আমাদের খতিয়ে দেখতে হবে ৷ কয়েকটি রাজ্য কোভিডে মৃত্য়ুর ক্ষেত্রে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে, আমরা সেটা নিয়েও ভাবনা, চিন্তা করতে পারি ৷’’

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ সরকার করোনা আবহেও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ অধিকাংশ অভিভাবক ৷ এমনকী, সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষামহলের একাংশও ৷ এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে রুজু হয়েছে মামলা ৷ অন্ধ্র সরকার যাতে অবিলম্বে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে, তার নির্দেশ দিক আদালত ৷ এই আবেদন সামনে রেখেই সুপ্রিম কোর্টে মামলা রুজু করা হয়েছে ৷

Last Updated : Jun 24, 2021, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.