ETV Bharat / bharat

Shocker from Punjab Governor: তামিলনাড়ুতে উপাচার্যের পদ বিক্রি হয়েছে 40-50 কোটি টাকায়, বিস্ফোরক পঞ্জাবের গভর্নর

author img

By

Published : Oct 22, 2022, 10:58 AM IST

Updated : Oct 22, 2022, 11:39 AM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতি, টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এর মধ্যে কার্যত বোমা ফাটালেন পঞ্জাবের রাজ্যপাল (Punjab Governor Vice Chancellor selling claims) ৷

Punjab Governor Banwari Lal Purohit
ETV Bharat

চণ্ডীগড়, 22 অক্টোবর: কয়েক কোটি টাকায় উপাচার্যের পদ বিক্রি হয়েছে ৷ এমনটাই দাবি করলেন পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত ৷ রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে তাঁর সঙ্গে বিতর্ক বেঁধেছে আপ সরকারের ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন । তিনি বলেন, "তামিলানাড়ুতে উপাচার্যের পদ 40-50 কোটি টাকায় বিক্রি হয়েছে" ৷ প্রসঙ্গত উল্লেখ্য বনওয়ারি লাল পুরোহিত এর আগে 2017 সালের অক্টোবর থেকে 2021-এর সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন (Vice Chancellor post was sold for Rs 40-50 crore in Tamil Nadu) ৷

রাজ্যপালের বিরুদ্ধে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, উপাচার্য পদে নিযুক্ত করার ব্যাপারে তাঁর একটা ভূমিকা আছে৷ লুধিয়ানার পঞ্জাব এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সতবীর সিং গোসালকে অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছে৷ এই মর্মে রাজ্যপাল পুরোহিত মুখ্যমন্ত্রী মানকে উপাচার্য সরানোর কথা জানান৷ বেআইনি ভাবে উপাচার্য নিয়োগ নিয়ে তিনি তামিলনাড়ুতে উপাচার্য বিক্রির প্রসঙ্গ তোলেন৷

আরও পড়ুন: সোনালী চক্রবর্তীকে উপাচার্য পদ থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের

তামিলনাড়ুর রাজ্যপাল থাকা প্রসঙ্গে বনওয়ারি লাল পুরোহিত বলেন, "আমি আইন মেনে তামিলনাড়ুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 27 জন উপাচার্যকে নিয়োগ করেছি ৷ পঞ্জাব সরকারের আমার থেকে শেখা উচিত৷ আমি এমনকী এও জানি না, পঞ্জাবে কে পারে আর কে পারে না ৷ আমি শুধু দেখতে চাই শিক্ষার মান উন্নত হয়েছে ৷" তিনি জানান, রাজ্য সরকার কখনও বিশ্ববিদ্যালয়ের কাজে নাক গলাতে পারে না ৷

পুরোহিত বলেন, "পঞ্জাব সরকার বলছে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কাজে হস্তক্ষেপ করতে পারে না ৷ আসলে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে বাধা দিতে পারে না৷ সরকার রাজ্যপালের কাছে উপাচার্যের মেয়াদ বাড়ানো নিয়ে তিন বার চিঠি দিয়েছে৷ এই নিয়োগে যদি রাজ্যপালের কোনও ভূমিকাই না থাকে, তা তিনি কী করে মেয়াদ বাড়াতে পারেন ?"

18 অক্টোবর পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত মুখ্যমন্ত্রী মানকে চিঠি লিখে জানান পিএইউতে ডঃ সতবীর সিংয়ের উপাচার্য পদে নিয়োগ আইন বহির্ভূত ৷ কারণ এটি ইউজিসির নিয়ম মেনে হয়নি ৷

প্রসঙ্গত, রাজ্যপাল হওয়ার জন্য বনওয়ারি লাল পুরোহিত পঞ্জাবে রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য৷ এর উত্তরে মান রাজ্যপালের বিরুদ্ধে সরকারি কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ তুলে চিঠি দেন ৷ তিনি পিএইউতে উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত জানান ওই চিঠিতে ৷

Last Updated : Oct 22, 2022, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.