Kabul Airport Blast : সংকটাপন্ন দেশে এমন বিস্ফোরণ ঘটানো জঘন্য অপরাধ, নিন্দা রাষ্ট্রসংঘের

author img

By

Published : Aug 27, 2021, 7:39 AM IST

Updated : Aug 27, 2021, 9:27 AM IST

Kabul Airport Blast

অ্যান্তেনিও গুতেরেস বলেন, এই ঘটনায় প্রমাণিত আফগানিস্তানের ভূ-ভাগ কতখানি অস্থির অবস্থায় রয়েছে ৷

কাবুল, 27 অগস্ট : বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ৷ তিনি বলেন, এই ঘটনায় প্রমাণিত আফগানিস্তানের ভূ-ভাগ কতখানি অস্থির অবস্থায় রয়েছে ৷

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের কাছ দুটি আত্মঘাতী বিস্ফোরণ ও বন্দুকবাজদের হামলায় 60 জন আফগান নাগরিক ও 12 জন মার্কিন সেনা নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন 15 জন ৷ ইতিম্ধযেই এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ এই হামলার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসলামিক স্টেটকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "আমরা তোমাদের খুঁজে বের করব ৷ এর দাম তোমাদের দিতে হবে ৷"

কাবুলের এই বিস্ফোরণ ও সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ৷ এই হামলার নিন্দা করে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Kabul Airport Blast : কাবুল বিমানবন্দরে হামলায় মৃত 60 আফগান, 12 মার্কিন সেনা

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিক সম্মেলনে বলেন, "আফগানিস্তানের অস্থির পরিস্থিতিকে সামনে নিয়ে এল এই ঘটনা ৷ তবে আফগান জনগণের সমর্থনে দেশজুড়ে জরুরি সহায়তা প্রদান অব্যাহত রাখতে হবে, যা আমাদের সংকল্পকে শক্তিশালী করবে ৷"

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে দুজারিক বলেন, "এই ঘটনায় নিহত ও আহতদের সংখ্যাভিত্তিক যে তথ্য রাষ্ট্রসংঘের কাছে রয়েছে তাতে এখনও পর্যন্ত আমরা জানি জাতিসংঘের কোনও কর্মীরা হতাহত হয়নি ৷ বিমানবন্দরের আশেপাশে আমাদের বেশ কিছু কর্মী ছিল ৷ তাঁরা প্রত্যেকেই এখন নিরাপদ এবং সুস্থ রয়েছেন ৷ তবে সবটাই স্থানীয় ও অন্যান্য সূত্র মারফত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে জানাচ্ছি ৷"

তিনি আরও বলেন, "এই হামলার অপরাধীদের সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই ৷ তবে ঘটনাটি স্পষ্টতই ইচ্ছে করে ভিড়ের মধ্যে ঘটানো হয়েছে ৷ যেখানে একটা দেশের এরকম ভয়াবহ পরিস্থিতি, এত মানুষ হতাশ হয়ে পালিয়ে যাচ্ছে, শিশুরা যেখানে গভীর সংকটে সেখানে এই ধরনের ঘটনা ঘটানো জঘন্যতম অপরাধ ৷"

আরও পড়ুন : Kabul Airport Blast : বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেটের দাবি মৃত 160

Last Updated :Aug 27, 2021, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.