Nitin Gadkari tests positive for COVID-19: করোনা আক্রান্ত গড়করি, বাড়িতেই নিভৃতবাসে কেন্দ্রীয় মন্ত্রী

author img

By

Published : Jan 12, 2022, 8:47 AM IST

Updated : Jan 12, 2022, 10:28 AM IST

union- Road Transport minister-nitin-gadkari-tests-positive-for-covid-19

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির কোভিড রিপোর্ট পজিটিভ (Nitin Gadkari tests positive for COVID-19) এসেছে ৷ তিনি বাড়িতেই কোয়ারান্টিনে (Nitin Gadkari tests positive for COVID-19) আছেন ৷

নয়াদিল্লি, 12 জানুয়ারি : রাজনাথ সিং-এর পর নীতিন গড়করি (Nitin Gadkari tests positive for COVID-19)৷ করোনায় আক্রান্ত আরও এক কেন্দ্রীয় মন্ত্রী ৷ মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ (Nitin tested positive for coronavirus) আসে ৷ নিজেই এ কথা জানিয়েছেন তিনি ৷ বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী (Nitin Gadkari tested positive)৷ তাঁর সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নিতে এবং নিভৃতবাসে থাকতে অনুরোধ করেছেন তিনি ৷

টুইটে গড়করি জানিয়েছেন, "মৃদু উপসর্গ নিয়ে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ প্রয়োজনীয় সব প্রোটোকল মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি এবং বাড়িতেই কোয়ারান্টিনে আছি ৷ সবার কাছে অনুরোধ করছি যে, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের নিভৃতবাসে রাখুন ও করোনা পরীক্ষা করিয়ে নিন ৷"

আরও পড়ুন: Rajnath Singh Infected with Covid : করোনা আক্রান্ত রাজনাথ সিং

  • I have tested positive for Covid 19 today with mild symptoms. Following all the necessary protocols, I have isolated myself and I am under home quarantine. I request all those who have come in contact with me to isolate themselves and get tested.

    — Nitin Gadkari (@nitin_gadkari) January 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৃদু উপসর্গ নিয়ে সোমবারই করোনায় আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ৷

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 94 হাজার 720 জন (COVID cases increased in India in last 24 hours) ৷ গতকালের তুলনায় এ দিন সংক্রমণ বেড়েছে 15.8 শতাংশ ৷ সংক্রমণের পাশাপাশি বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও ৷ সোমবার গোটা দেশে মোট 146 জন করোনা রোগী মারা যান ৷ মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল 277 জন ৷ বুধবার তা বেড়ে হয়েছে 442 জন ৷ এ দিন মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.35 শতাংশ ৷

আরও পড়ুন: Corona Update in India : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা, এক লাফে সংক্রমণ বাড়ল 15.8 শতাংশ

Last Updated :Jan 12, 2022, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.