ETV Bharat / bharat

Amit Shah: অনাস্থা প্রস্তাবে আজ জবাবি ভাষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

author img

By

Published : Aug 9, 2023, 4:31 PM IST

Amit Shah
Amit Shah

Amit Shah will reply to No-Confidence Motion: মঙ্গলবার থেকে লোকসভায় শুরু হয়েছে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ৷ বুধবার দ্বিতীয় দিনের শুরুতে ভাষণ দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বিকেল 5টা নাগাদ ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

নয়াদিল্লি, 9 অগস্ট: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আগামিকাল বৃহস্পতিবার জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে আজ, বুধবার এই প্রস্তাবের উপর জবাব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আজ বিকেল 5টা নাগাদ তাঁর এই প্রস্তাবের উপর জবাব দেওয়ার কথা ৷

লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মন্ত্রী পরিষদের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনেন ৷ মঙ্গলবার থেকে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ ওই দিন সরকার ও বিরোধী দুই পক্ষের অনেক গুরুত্বপূর্ণ সাংসদ এই বিতর্কে অংশগ্রহণ করেছেন ৷ বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয়দিন শুরু হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ভাষণ দিয়ে ৷

প্রত্যাশিতভাবে রাহুল গান্ধি নিশানা করেছেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ মণিপুরের হিংসা নিয়ে তিনি কেন্দ্রের মোদি সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ৷ তাঁর ভাষণের পরই এ দিন লোকসভায় এই বিতর্কের উপর বলেন মোদি সরকারের মন্ত্রী বিজেপির স্মৃতি ইরানি ৷ তিনি সরকার পক্ষের বক্তব্য তুলে ধরার পাশাপাশি রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি-সহ বিরোধীদের আক্রমণ করেন ৷

তার পর অনেকেই এই বিতর্কে অংশ নিচ্ছেন ৷ তাঁদের কেউ অনাস্থা প্রস্তাবের পক্ষে বলছেন ৷ আবার কেউ বিপক্ষে বলছেন ৷ বিকেল 5টা নাগাদ এই বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেবেন ৷ তিনি গত ন’বছরে মোদি সরকারের বিভিন্ন ইতিবাচক দিকই তুলে ধরবেন ৷ পাশাপাশি বিরোধীদের নিশানা করবেন ৷ কিন্তু তিনি রাহুল গান্ধির বক্তব্যের কি জবাব দেবেন, সেটাই জানতে উৎসুক দেশের রাজনৈতিক মহল ৷

অমিত শাহ তাঁর জবাবি ভাষণে মণিপুরে হিংসা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রের তরফে নেওয়া ব্যবস্থা সম্পর্কেও বলবেন বলেই মনে করা হচ্ছে ৷ কারণ, মণিপুরে যা হচ্ছে, তা মূলত আইনশৃঙ্খলার অবনতি ৷ আর তা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে ৷ তাই এই নিয়ে তিনিই সরকারের পক্ষ থেকে বেশি সময় ধরে বলবেন বলেই মত রাজনৈতিক মহলের ৷ তাছাড়া অমিত শাহ নিজে মণিপুরে গিয়েছেন ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন ৷ তাই এই নিয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য থাকবে বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: বিরোধীদের বিঁধে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.