ETV Bharat / bharat

TMC in Tripura : ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব

author img

By

Published : Aug 18, 2021, 3:17 PM IST

tripura high court directed police to produce all records in abhishek banerjees case
ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব

ত্রিপুরা হাইকোর্টে (Tripura HC) স্বস্তি তৃণমূলের ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ পাঁচজন তৃণমূল নেতার বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ (Tripura Police) যে মামলা দায়ের করেছিল তার ভিডিয়ো রেকর্ড তলব করল আদালত ৷

আগরতলা, 18 অগস্ট : ত্রিপুরা হাইকোর্টে (Tripura HC) কিছুটা স্বস্তিতে তৃণমূল কংগ্রেস ৷ পুলিশের কাজে বাধা দেওয়া ও থানায় বিক্ষোভের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ ছয়জন তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ত্রিপুরা পুলিশ (Tripura Police)৷ সেই মামলায় হস্তক্ষেপ করে পুলিশের কাছে ঘটনার দিনের ভিডিয়ো রেকর্ড চেয়ে পাঠিয়েছেন হাইকোর্টের মুখ্য বিচারপতি ৷ মামলার পরবর্তী শুনানি 2 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ৷ সেই শুনানি হওয়ার আগে পুলিশ কোনও ফাইনাল রিপোর্ট পেশ করতে পারবে না বলেও স্পষ্ট করে দিয়েছে আদালত ৷

খোয়াই থানা ঘেরাও করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ত্রিপুরা পুলিশ । মামলায় নাম রয়েছে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনেরও । এফআইআরে নাম রয়েছে ত্রিপুরা তৃণমূলের নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসেরও । রবিবার খোয়াই থানায় তৃণমূলের ধর্নার জেরে এফআইআর দায়ের করে পুলিশ । এফআইআরে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে । অভিযুক্তদের আদালতে পেশ করতে গিয়েও পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় বলে অভিযোগ । সেই কারণে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলে লেখা হয় এফআইআরে ।

আরও পড়ুন: Tripura TMC : তৃণমূল নেতাদের জামিন, ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের

সেই এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে আবেদন করেছিলেন সুবল ভৌমিক ৷ সেই আবেদনের শুনানিতে ঘটনার দিনের যাবতীয় রেকর্ড চেয়ে পাঠিয়েছে আদালত ৷ আগামী শুনানি না-হওয়া পর্যন্ত পুলিশের চূড়ান্ত রিপোর্ট তৈরি করাতেও স্থগিতাদেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট ৷

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে আজ জানিয়েছেন, "অভিষেক মামলায় হস্তক্ষেপ করেছে হাইকোর্ট ৷ কেস ডায়েরি তলব করা হয়েছে ৷ পুলিশ ফাইনাল রিপোর্ট দিতে পারবে না ৷ 2 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি ৷" জামিনযোগ্য মামলায় তৃণমূল নেতাদের কেন এতক্ষণ আটক করে রাখা হল, বিচারপতি পুলিশকে সেই প্রশ্নও করেছেন বলে জানান কুণাল ঘোষ ৷

আরও পড়ুন: থানায় পুলিশের সঙ্গে বচসা অভিষেক-ব্রাত্যদের, বাইরে বিক্ষোভে বিজেপি

  • Tripura: অভিষেক+5 মামলায় হাইকোর্টের হস্তক্ষেপ। কেস ডায়েরি তলব। পুলিশ ফাইনাল রিপোর্ট দিতে পারবে না। 2/9 next শুনানি। সঙ্গে তেলিয়ামুড়া CD তলব। জামিনযোগ্য মামলায় কেন এতক্ষণ আটক? তৃণমূলের তরফে সিদ্ধার্থ লুথরা, বিশ্বজিত দেব। ওদিকে AG. Chief Justice এজলাস।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 7 অগস্ট তৃণমূলের যুব নেতৃত্ব ত্রিপুরায় একটি দলীয় কর্মসুচিতে যোগ দিতে গেলে তা নিয়ে ধুন্ধুমার বাধে ৷ দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে ৷ এরপর তাঁদের সুরক্ষা দেওয়ার নাম করে থানায় নিয়ে গিয়ে ত্রিপুরা পুলিশ যড়যন্ত্র করে 14 জনকে গ্রেফতার করে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন: বিজেপিকে হারিয়ে তৃণমূল কি ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবে ?

পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নিজে আসরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেনকে নিয়ে অবস্থান বিক্ষোভ দেখান খোয়াই থানায় ৷ তৃণমূল নেতারা জামিন না-পাওয়া পর্যন্ত থানায় ঠায় বসে থাকেন অভিষেক ৷ তৃণমূল নেতারা আদালতে যাওয়ার সময় ফের তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ সন্ধেয় তৃণমূল কর্মীরা জামিন পাওয়ার পর অভিষেক হুঙ্কারের সুরে বলেন, "ত্রিপুরা থেকে বিজেপির সরকারকে উৎখাত করে ছাড়ব ৷ আজও জিতেছি, আগামী দিনেও জিতব ৷"

আরও পড়ুন: মিথ্যে মামলা সাজিয়েছে ত্রিপুরা পুলিশ, বিস্ফোরক অভিষেক ; নজর রাখছেন মমতা

তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেন, "পুলিশ ফাঁদে ফেলে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করেছে ৷ ভিত্তিহীন ধারায় মামলা করেছে ৷ আমরা সেগুলি প্রত্যাহার করতে বলেছিলাম ৷ এটা প্রমাণিত যে, পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলা সাজিয়ে তৃণমূল নেতাদের নিয়ে এসেছে ৷ ওরা এই পথে আসতে চায়নি ৷ পুলিশ পাহাড়ি ফাঁকা রাস্তায় ওঁদের নিয়ে গিয়েছে, যেখানে বিজেপি সমর্থকরা জটলা বেঁধেছিল ৷ বিজেপি হামলা চালানোর পর তৃণমূল নেতা-কর্মীদের নিরাপত্তা দেওয়ার নাম করে থানায় বসিয়ে রাখা হয় ৷ পরে সেই পুলিশই আবার নাইট কার্ফু ভাঙার অভিযোগ এনে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.