ETV Bharat / bharat

Abhishek in Tripura : থানায় পুলিশের সঙ্গে বচসা অভিষেক-ব্রাত্যদের, বাইরে বিক্ষোভে বিজেপি

author img

By

Published : Aug 8, 2021, 1:46 PM IST

Updated : Aug 8, 2021, 5:48 PM IST

Tripura: TMC leaders arrested, Abhishek Banerjee, Bratya Basu, Kunal Ghosh showing protest at police station
ছবি টুইটার থেকে সংগৃহীত ৷

আজ ত্রিপুরা (Tripura) পৌঁছেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোজা চলে যান খোয়াই থানায় ৷ সেখানে ওসির সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় তাঁর ৷

আগরতলা, 8 অগস্ট : আজও উত্তপ্ত ত্রিপুরা (Tripura) ৷ শনিবার তৃণমূলের নেতারা আক্রান্ত ও গ্রেফতার হওয়ার পর আজ সেখানে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ আগরতলায় পা রেখেই তিনি সোজা চলে যান খোয়াই থানায় ৷ সেখানেই গ্রেফতার করে রাখা হয়েছে তৃণমূলের 11 জন নেতাকর্মীকে ৷ কেন তাঁদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হল, এই প্রশ্নে ওসির সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় অভিষেকের ৷ তাঁর সঙ্গে থানায় বসেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের অপর তিন শীর্ষ নেতা ব্রাত্য বসু (Bratya Basu), কুণাল ঘোষ (Kunal Ghosh) ও দোলা সেন (Dola Sen) ৷ এ দিকে, থানায় যখন তৃণমূল নেতৃত্বের সঙ্গে পুলিশের তর্কাতর্কি চলছে, তখনও থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি ৷

শনিবারই ত্রিপুরায় গিয়ে একদল দুষ্কৃতীর আক্রমণের মুখে পড়েছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তরা ৷ তাঁদের গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, পাথর ছোড়া হয়েছিল ৷ রক্তও ঝরেছে তৃণমূল যুব নেতাদের ৷ অভিযোগ, বিপ্লব দেবের সরকারের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের উপর হামলা চালিয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল নেতৃত্ব ৷ এরই মধ্যে আবার গ্রেফতার করা হয় তৃণমূলের 11 জন নেতাকর্মীকে ৷ তার প্রতিবাদে আজ ত্রিপুরা পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলা 11 টা নাগাদ আগরতলা পৌঁছেই তিনি রওনা দেন খোয়াই থানায় ৷ সেখানে গিয়ে ওসির সঙ্গে তীব্র তর্কাতর্কিতে জড়ান তিনি ৷ কোন অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার করা হল, তা জানতে চান তিনি ৷ যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের জামিনে মুক্তি না-দেওয়া পর্যন্ত তিনি থানাতে বসেই বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারি দেন ৷ তৃণমূল নেতৃত্বের বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন ওসি, এসডিপিও-সহ পুলিশের শীর্ষ নেতৃত্ব ৷

আরও পড়ুন: ত্রিপুরায় অভিষেক, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ার ডাক

ত্রিপুরা পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন দোলা সেন ৷ তাঁরা থানার ভেতরে যখন অবস্থান বিক্ষোভ করছেন, তখনই থানার বাইরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন বিজেপি সমর্থকরা ৷ দোলার যুক্তি, থানার বাইরে 2 হাজার লোক বিক্ষোভ দেখালেও তাঁদের কারওকে মহামারি আইনে গ্রেফতার করা হয়নি ৷ বিজেপির অঙ্গুলিহেলনেই তৃণমূলের 14 জন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ তাঁর ৷

আরও পড়ুন: বিজেপিকে হারিয়ে তৃণমূল কি ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবে ?

এ দিন যথেষ্ট আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় কুণাল ঘোষকেও ৷ সকাল থেকেই তিনি টুইটারে আপডেট দিয়ে যাচ্ছেন ৷ টুইটে তিনি লেখেন, "রাতভর অবরুদ্ধ রাখার পর খোয়াইতে গ্রেফতার করা তৃণমূল নেতৃত্বকে যথাযথ নিরাপত্তায় বের করে আনা হোক । আগরতলায় গুন্ডারাজের তাণ্ডব চলছে । চূড়ান্ত দমনপীড়ন নীতি চলছে ৷ অভিষেকের নির্দেশে আমরা খোয়াই যাচ্ছি ৷" এরপর থানায় গিয়ে অবিলম্বে ধৃত তৃণমূল নেতাকর্মীদের মুক্তির দাবিতে সরব হন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন: লক্ষ্য 2024, তৃণমূলের নতুন স্লোগান "আবকি বার দিদি সরকার"

এ দিকে, আজ অভিষেক ত্রিপুরা পৌঁছতেই তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা ৷ ওঠে গো-ব্যাক স্লোগান ৷ সে সবের মাঝেই অভিষেক খোয়াই থানায় পৌঁছলে সেখানেও চলে বিক্ষোভ ৷ ত্রিপুরা পৌঁছনোর আগেই টুইটে বিজেপি সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক ৷ তিনি লেখেন, "জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাব ৷ ক্ষমতা থাকলে আটকে দেখান ৷"

Last Updated :Aug 8, 2021, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.