ETV Bharat / bharat

Emergency Landing: খারাপ আবহাওয়া, কেদারনাথ ধামে জরুরি অবতরণ হেলিকপ্টারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 6:10 PM IST

Updated : Oct 2, 2023, 10:31 PM IST

Emergency Landing
জরুরি অবতরণ হেলিকপ্টারের

খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথ ধামে জরুরি অবতরণ করল হেলিকপ্টার ৷ ট্রান্স ভারত অ্যাভিয়েশনের ওই হেলিকপ্টার আগাম সতর্কতা নিয়ে অবতরণ করেছে । তবে হেলিকপ্টারের সমস্ত যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ৷

A

রুদ্রপ্রয়াগ, 2 অক্টোবর: উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করল একটি হেলিকপ্টার ৷ ট্রান্স ভারত অ্যাভিয়েশনের ওই হেলিকপ্টার আগাম সতর্কতা নিয়ে অবতরণ করেছে । তবে হেলিকপ্টারের সমস্ত যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ৷

দিনকয়েক ধরেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কেদারনাথ ধামে । রোজই পড়ছে কুয়াশা । সোমবার সেই রকমই আবহাওয়ার মধ্যে টেক অফ করে ট্রান্স ভারতের একটি হেলিকপ্টার । তবে টেক অফের কিছুক্ষণ পরই কেদারনাথের পুরনো হাঁটা পথে হেলিকপ্টারটির জরুরি অবতরণ করা হয় ।

জানা গিয়েছে, ট্রান্স ভারত কোম্পানির এই হেলিকপ্টারটি পাঁচ জন তীর্থযাত্রীকে নিয়ে কেদারনাথ ধামের দিকে যাচ্ছিল । গুপ্তকাশী থেকে উড়েছিল সেই হেলিকপ্টার । তবে ওড়ার কিছু সময়ের মধ্যেই আবহাওয়া আরও খারাপ হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে হেলিকপ্টারটির জরুরি অবতরণ করা হয় ।

  • A helicopter belonging to Trans Bharat Aviation made a precautionary landing in Kedarnath Dham (Uttarakhand) due to bad weather. All passengers are safe: DGCA (Directorate General of Civil Aviation) pic.twitter.com/2FnmoVlOSM

    — ANI (@ANI) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

সম্প্রতি কেদারনাথের কাছে গরুড়চট্টিতে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল । এই দুর্ঘটনায় পাইলট-সহ সাত জনের মৃত্যু হয় । তখন উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভলপমেন্ট অথরিটির সিইও সি রবিশংকর বলেন যে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে । এরপর থেকে হেলিকপ্টার ওড়ার ক্ষেত্রে আবহাওয়ার কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় ৷ দিনকয়েক হল আবার খারাপ আবহাওয়ার মধ্যেও কেদারনাথে হেলিকপ্টার উড়ছে । যার জেরে যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা ।

প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । কেদারনাথেও বদলে যাচ্ছে আবহাওয়া । এরপরও হেলি কোম্পানিগুলো যথেচ্ছ ভাবে তাদের উড়ান চালিয়ে যাচ্ছে ৷ অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা ৷

Last Updated :Oct 2, 2023, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.