ETV Bharat / bharat

Top News দুপুর 1টা

author img

By

Published : Aug 28, 2022, 1:10 PM IST

Top News
দুপুর 1টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

1. Blue White School Uniform পুজোর আগেই নীল সাদা ইউনিফর্ম পাঠাতে হবে স্কুলে, নির্দেশ নবান্নের

দুর্গাপুজোর আগেই সরকারি ও সরকার পোষিত স্কুলে ছাত্রছাত্রীদের কাছে নীল সাদা ইউনিফর্ম (Blue White School Uniform) পৌঁছে দিতে হবে ৷ সকলকে দেওয়া হবে পোশাকের দুটি করে সেট ৷ শনিবার নবান্নে (Nabanna) আয়োজিত একটি বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi) ৷

2. India Slams China Over Ship অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির

অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্ক নয়, শ্রীলঙ্কার (Sri Lanka Needs Support) এখন প্রয়োজন সাহায্য ৷ কলম্বোর হামবানটোটা বন্দরে চিনা তরী (High-tech Ship) নোঙর করা নিয়ে ফের বেজিংকে একহাত নিল ভারত (India Slams China Over Ship)৷

3. Rahul Dravid করোনা নেগেটিভ দ্রাবিড়, দ্রুত যোগ দিতে পারেন দলের সঙ্গে

কোভিড রিপোর্ট নেগেটিভ এল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid Recovers From COVID 19) ৷ সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ এমনকি রাহুল দ্রাবিড় দ্রুত দুবাইতে ভারতীয় দলের সঙ্গে এশিয়া কাপ (Asia Cup 2022) টুর্নামেন্টে যোগ দিতে পারেন বলেও বিসিসিআই একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে ৷

4. TMCP Foundation Day ছাত্রছাত্রীরাই জাতির ভবিষ্যৎ, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা ও অভিষেকের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে (TMCP Foundation Day) ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMCP Foundation Day) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ ছাত্রদের উদ্দেশে তাঁরা বলেন, ছাত্ররাই দলের গর্ব ও জাতির ভবিষ্যৎ ৷

6. Ex Bureaucrats writes to CJI বিলকিস বানোর দোষীদের মুক্তিতে আতঙ্কিত প্রাক্তন আমলারা, প্রধান বিচারপতিকে চিঠি

শুধু সাধারণ মানুষ নয়, আতঙ্কিত দেশের প্রাক্তন আমলারাও ৷ বিলকিস বানোর গণধর্ষক এবং তাঁর পরিবারের সদস্যদের খুনিদের মুক্তি নিয়ে সোচ্চার হলেন তাঁরা ৷ দোষীদের জেলে ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন প্রধান বিচারপতির কাছে (Ex Bureaucrats writes to CJI) ৷

7. Pakistani Drone পঞ্জাবে সীমান্ত পেরিয়ে উড়ে এল পাক ড্রোন, গুলিবর্ষণে ফেরাল বিএসএফ

পঞ্জাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তান (Indo Pak border) থেকে ভারতে উড়ে এল ড্রোন (Pakistani Drone)৷ ড্রোনটিকে নামিয়ে আনতে প্রায় 80 থেকে 90 রাউন্ড গুলি চালিয়েছে বিএসএফ (BSF)৷ এরপর ড্রোনটি ফের পাকিস্তানে ফিরে যায় ৷

8. IND vs PAK Match পাক বধের প্রার্থনা, মহারণের আগে জয়ের লক্ষ্যে যজ্ঞ বিধাননগরে

রবিবাসরীয় সন্ধ্যায় এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত (IND vs PAK Match) । তার আগে ভারতের জয়ের জন্য যজ্ঞের আয়োজন করা হল শহরে ৷ বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের উদ্যোগে এবং স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় বাইপাস সংলগ্ন শিব মন্দিরে আয়োজন করা হয় যজ্ঞ এবং পূজার ।

9. Azad Eyes JK CM Post ভূস্বর্গের মুখ্যমন্ত্রীর পদই পাখির চোখ আজাদের, আপনি পার্টির সমর্থনের আশা

প্রবীণ কংগ্রেস নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) দল থেকে পদত্যাগের পরে, কংগ্রেসের দীর্ঘদিনের এই সৈনিকের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানারকম জল্পনা চলছে ৷

10. Pakistan Flood ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে, মৃত্যু হাজার ছাড়াল

ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে (Pakistan Flood)৷ বন্যার কারণে প্রতিবেশী দেশে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে ৷ গত জুন মাস থেকে বন্যায় মৃত্যু হয়েছে 1,033 জনের (Pakistan floods death toll)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.