ETV Bharat / bharat

Pakistan Flood ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে, মৃত্যু হাজার ছাড়াল

author img

By

Published : Aug 28, 2022, 11:36 AM IST

ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে (Pakistan Flood)৷ বন্যার কারণে প্রতিবেশী দেশে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে ৷ গত জুন মাস থেকে বন্যায় মৃত্যু হয়েছে 1,033 জনের (Pakistan floods death toll)৷

Pakistan floods death toll crosses 1,000
ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে, মৃত্যু হাজার ছাড়াল

ইসলামাবাদ, 28 অগস্ট: বন্যায় পাকিস্তানে অব্যাহত মৃত্যুমিছিল (Pakistan Flood)৷ ক্রমে ভয়াবহ হচ্ছে প্রতিবেশী দেশের বন্যা পরিস্থিতি (Pakistan floods death toll)৷ জুন মাস থেকে এখনও পর্যন্ত বন্যার কারণে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ জখম অথবা ঘরছাড়া হয়েছেন আরও হাজার খানেক মানুষ ৷

জিও নিউজের প্রতিবেদনে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য তুলে ধরে জানানো হয়েছে, 14 জুন থেকে বৃষ্টি ও বন্যাজনিত কারণে অন্তত 1,033 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন 1,527 জন ৷ গত 24 ঘণ্টায় পাকিস্তানে বন্যায় 119 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 71 জন ৷ তথ্য বলছে, মৃতদের মধ্যে চারজন বালুচিস্তান, 6 জন গিলগিট বালটিস্তান, 31 জন খাইবার পাখতুনখাওয়া ও 76 জন সিন্ধ প্রদেশের ৷

14 জুন থেকে পাকিস্তানের (Flood situation in Pakistan) সার্বিক তথ্য বলছে, 3,451.5 কিলোমিটার রাস্তা বন্যার কবলে পড়ে নষ্ট হয়ে গিয়েছে ৷ ভেঙে পড়েছে 149টি সেতু ৷ ধ্বংস হয়ে গিয়েছে 170টি দোকান ৷ বন্যার ক্ষতিগ্রস্ত পাকিস্তানের 110টি জেলা ৷

আরও পড়ুন: বালুচিস্তানের বন্যায় মৃত অন্তত 124, পাক প্রশাসনের ভূমিকায় বাড়ছে ক্ষোভ

গত এক দশকে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান ৷ লক্ষ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত ৷ জাতীয় জরুরি অবস্থা জারি করেছে সে দেশের সরকার ৷ বৃষ্টি এখনও চলতে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.