Mohan Bhagwat on Netaji: 'নেতাজি যা চেয়েছিলেন আজ সংঘ তাই করছে', মত মোহন ভগবতের

author img

By

Published : Jan 23, 2023, 10:34 AM IST

Updated : Jan 23, 2023, 12:37 PM IST

Mohan Bhagwat on Netaji ETV BHARTA

স্বাধীনতা আন্দোলনে নেমে নেতাজির উদ্দেশ্য ছিল গোটা বিশ্বে ভারতের বৈভব প্রতিষ্ঠা ৷ সংঘেরও একই উদ্দেশ্য বলে জানালেন আরএসএস প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat on Netaji) ৷

কলকাতা, 23 জানুয়ারি: স্বাধীনতা আন্দোলনে নেমে নেতাজির উদ্দেশ্য ছিল বিশ্বে ভারতের বৈভব প্রতিষ্ঠা করা (Today RSS is Doing what Netaji Wanted) ৷ আজ সংঘ তাই করছে ৷ নেতাজির 127 তম জন্মজয়ন্তীতে (126th Birth Anniversary of Netaji) ভাষণে এমনটাই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ তাঁর কথায়, "কেউ কিছু করেনি তাঁর জন্য ৷ তবু শুধু নেতৃত্ব গুণের জন্য সবাই নেতাজিকে মনে রেখেছেন ৷ তিনি সবার মধ্যে থেকে নেতৃত্ব দিতেন ৷’’

আরএসএস প্রধান মনে করেন, ‘‘নেতাজির জন্য কেউ কিছুই করেনি ৷ তবুও, তিনি দেশের জন্য নিজের সর্বস্ব উজার করে দিয়েছিলেন ৷ একজন আদর্শ নেতা উনি ৷ তিনি সবার মধ্যে থেকে নেতৃত্ব দিতেন ৷ নেতাজি নেতা ছিলেন, পাশাপাশি যুদ্ধও করেছেন ৷ সেনার কমান্ডার যুদ্ধে যান না ৷ কিন্তু নেতাজি সিঙ্গাপুর থেকে অসম পর্যন্ত এসেছিলেন ৷" রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে এভাবে নাম না- করে ভগবত কংগ্রেসকেই আক্রমণ করেছেন ।

নেতাজির উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে ঘুরিয়ে ডান, বাম ও চরমপন্থীর প্রসঙ্গও তুলে আনেন মোহন ভগবত ৷ তাঁর মতে, স্বাধীনতার আগেও ভারতে নানা ভাবধারার প্রচলন ছিল ৷ কিন্তু, সবার গন্তব্য তথা উদ্দেশ্য এক ছিল ৷ দেশের স্বাধীনতা ৷ আর সেখানে সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্য শুধু স্বাধীনতা অর্জন করার ছিল না-বলে উল্লেখ করেছেন সংঘ প্রধান ৷ তাঁর মতে নেতাজি চেয়েছিলেন ভারতের বৈভব প্রতিষ্ঠা করতে ৷

আরও পড়ুন: প্রেমিকাকে চিঠি থেকে গোপনে বিপ্লবী যোগ, নেতাজির স্মৃতি আগলাচ্ছে গিদ্দা পাহাড়ের বাড়ি

এ প্রসঙ্গে ভগবত বলেন, ‘‘তাঁর যে উদ্দেশ্য ছিল সংঘেরও সেই একই উদ্দেশ্য ৷ ভারতের বৈভবের জন্য এবং বিশ্বে ভারতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করতেন ৷ আজ সংঘ সেই কাজ করছেন ৷ বৈভব মানে শুধু আর্থিক বৈভব্য লাভ করা নয় ৷ ভারতের সংস্কৃতি ও তার আদর্শের বৈভবকে প্রতিষ্ঠা করা ৷ সেই কারণেই আত্মসম্মানের সঙ্গে স্বাধীনতা চেয়েছিলেন ৷’’ মোহন ভগবতের এই মন্তব্য কংগ্রেসি মনোভাবকে নিশানা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated :Jan 23, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.