ETV Bharat / bharat

দেশের প্রথম চালকহীন মেট্রো পরিষেবা, আজ ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী

author img

By

Published : Dec 28, 2020, 7:50 AM IST

Updated : Dec 28, 2020, 8:13 AM IST

দিল্লি মেট্রো ম্যাজান্টা লাইনে এই ঐতিহাসিক ঘটনা ঘটবে ৷ পৃথিবীতে মাত্র 7 শতাংশ চালকহীন মেট্রো রয়েছে, আজ থেকে সেই গর্বের তালিকায় ঢুকে পড়বে ভারতের দিল্লি মেট্রোর নাম ৷

pm-narendra-modi-will-inaugurate-indias-first-ever-driverless-train-
pm-narendra-modi-will-inaugurate-indias-first-ever-driverless-train-

দিল্লি, 28 ডিসেম্বর : আজ, সোমবার রাজধানীতে দেশের প্রথম চালকহীন মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুরুতে দিল্লি মেট্রোর ম্যাজান্টা লাইনে (জনকপুরী পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন) চলবে এই ট্রেন ৷ এছাড়াও এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে (দিল্লি মেট্রোর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরগামী পরিষেবা ) ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডেরও (ব্যাঙ্কের ডেবিট কার্ডকে মেট্রোর টিকিট কার্ড হিসেবে ব্যবহারের পরিষেবা ) উদ্বোধন করবেন তিনি ৷ প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভিডিয়ো কনফারেন্সে ৷

আরও পড়ুন: আগ্রায় মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

দিল্লি মেট্রো তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানীর সাধারণ যাত্রীদের জন্য এক নতুন যুগের সূচনা হবে আজ ৷ দিল্লি মেট্রো ম্যাজান্টা লাইনে এই ঐতিহাসিক ঘটনা ঘটবে ৷ পৃথিবীতে মাত্র 7 শতাংশ চালকহীন মেট্রো রয়েছে, আজ থেকে সেই গর্বের তালিকায় ঢুকে পড়ল ভারতের দিল্লি মেট্রোর নাম ৷

রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকে ম্যাজান্টা লাইনের 37 কিলোমিটার (জনকপুরী পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন) যাত্রা শুরু হলেও এরপর 2021-এর মাঝামাঝির থেকে 57 কিলোমিটার দীর্ঘ পিঙ্ক লাইনেও (মজলিস পার্ক থেকে শিব বিহার) চলবে চালকহীন মেট্রো ৷ এরপর ফলে মোট 94 কিলোমিটার চালকহীন মেট্রো চলাচল করবে, যা পৃথিবীর চালকহীন মেট্রো পরিষেবার 9 শতাংশ বলে দাবি করেছে দিল্লি মেট্রো রেল ৷

আরও পড়ুন:দেশের প্রথম চালকহীন মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এইসঙ্গে আজ থেকে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে (দিল্লি মেট্রোর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরগামী পরিষেবা ) চালু হচ্ছে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবা ৷ ভারতের যে কোনও ব্যাঙ্কের রুপে ডেবিট কার্ডকে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে মেট্রোর কার্ড হিসেবে ব্যবহার করা যাবে ৷ আপাতত কেবলমাত্র এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে চালু হলেও 2022 সাল থেকে একই পরিষেবা মিলবে দিল্লি মেট্রোর সমস্ত লাইনে ৷

Last Updated : Dec 28, 2020, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.