ETV Bharat / bharat

Abhishek Banerjee: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:30 PM IST

Updated : Oct 2, 2023, 4:05 PM IST

রাজঘাটে দু'ঘণ্টার ধরনা অবস্থান কর্মসূচি নিয়েছিল তৃণমূল ৷ কিন্তু মাঝপথেই সেই অবস্থান কর্মসূচি তুলে দিল দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ৷ দলের তরফে দাবি করা হয়েছে, ধরনা সম্পূর্ণ করতে দেওয়া যেমন হয়নি, তেমনই অভিষেককে সাংবাদিক বৈঠকও করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী এবং দিল্লি পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 2 অক্টোবর: রাজঘাটে দু'ঘণ্টার ধরনা অবস্থান কর্মসূচি নিয়েছিল তৃণমূল ৷ কিন্তু মাঝপথেই সেই অবস্থান কর্মসূচি তুলে দিল দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ৷ আর তারপরই কেন্দ্রের বিরুদ্ধে 'গায়ের জোর' দেখানোর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে জোর করে গাড়িতে তুলে রাজঘাট থেকে বের করে দিয়েছে দিল্লি পুলিশ বলে অভিযোগ তৃণমূলের । দলের তরফে দাবি করা হয়েছে, ধরনা সম্পূর্ণ করতে দেওয়া যেমন হয়নি, তেমনই অভিষেককে সাংবাদিক বৈঠকও করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী এবং দিল্লি পুলিশ ৷ এমনকী মন্ত্রীদের জোর করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের ৷

  • #WATCH | Delhi | TMC leader Sudip Bandyopadhyay alleges, "Just now, they tried to attack Abhishek Banerjee...I was there...Shame to this Government, we are surprised."

    TMC national general secretary and MP Abhishek Banerjee says, "These people are scared, that is why they are… pic.twitter.com/CrSjHlfjzk

    — ANI (@ANI) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ধরনা তুলে দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে এখানে ধরনায় বসেছিলাম ৷ কিন্তু সিআরপিএফ এসে মহিলাদের উপর অত্যাচার করে ৷ এখান থেকে উঠে যেতে বলে ৷ এখানে বসা যাবে না কারণ, অনুমতি নেই ৷ মহাত্মা গান্ধি কারও পৈতৃক সম্পত্তি নয় এটা তাদের জানা উচিৎ ৷ কেউ একটাও রাজনৈতিক স্লোগান দেয়নি ৷ কারও নামে কোনও জয়ধ্বনি দেওয়া হয়নি ৷ তাও গায়ের জোরে ধাক্কাধাক্কি করেছে পুলিশ ৷"

আরও পড়ুন: গান্ধির 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' স্লোগানেই হবে দিল্লির ধরনা,স্পষ্ট করলেন অভিষেক

এদিন সকালে রাজঘাটে এসে প্রথমে মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর সঙ্গেই ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়রা ৷ রাজঘাটে শ্রদ্ধা জানানোর পর ধরনায় বসে তৃণমূল নেতৃত্ব ৷ কিন্তু ধরনা অবস্থানের মাঝপথেই পুলিশ ঘিরে ফেলে এলাকা ৷ মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও ৷ অভিযোগ, প্রথমে বাইরে থাকা তৃণমূলেক কর্মী সমর্থকদের হটিয়ে দেয় দিল্লি পুলিশ ৷ এরপর রাজগাটের ভিতরে ঢুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরও উঠে যেতে বলা হয় পুলিশের তরফে ৷ এরপর অভিষেকের সাংবাদিক বৈঠকের মাঝেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ এরপর কার্যত জোর করে সাংবাদিক বৈঠকের মাঝেই জোর করে অভিষেককে কার্যত বের করে গাড়িতে তুলে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

  • #WATCH | Delhi | TMC national general secretary and MP Abhishek Banerjee says, "As I said, a lot of attempts were made and conspiracy was done to stop our two-day event in Delhi on 2-3 October. First, permission was not granted, now we are not being allowed to speak." pic.twitter.com/Tu3UZR9qgg

    — ANI (@ANI) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, "অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর পুলিশ হামলা চালিয়েছে তা নিন্দনীয় ৷ আমার উপরেও আক্রমণ করা হয়েছে ৷" অন্যদিকে অভিষেক বলেন, "আগামী দিনে আরও জোরদার হবে আন্দোলন ৷ বাংলার টাকা বন্ধ কারণ সেখানে বার বার বিজেপি হারে বলে ? তাই এদের গায়ের এত জ্বালা ৷ আর তাই টাকা আটকে রাখা হয়েছে ৷ সিবিআই তদন্ত চাইছে বিজেপি ৷ তো করুন না তদন্ত ৷ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল ৷ ভেবেছিল ট্রেন বাতিল করে দিলে কেউ আসতে পারবে না ৷ সকলে এসেছে ৷ বাংলার মানুষ আত্মসমর্পন করবে না ৷"

অভিষেক আরও বলেন, "রাজঘাটের স্মৃতি সৌধ শান্তি-সংহতি, ত্যাগের প্রতীক, কৃচ্ছ্র সাধনের প্রতীক, মহাত্মা গান্ধির স্বাধীনতা সংগ্রামের প্রতীক ৷ বাংলার সঙ্গে যে বঞ্চনা হয়েছে তার জন্য আমরা একাধিকবার মন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছি ৷ প্রায় 15 হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র ৷ গত দুই বছরে তিন বার প্রধানমন্ত্রীকেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ গায়ের জোড়ে জবরদস্তি করে এই টাকা আটকে রেখেছে ৷ কেন্দ্রীয় সরকারের জেদ বাংলার টাকা আটকে রাখব ৷ 2021 সাল থেকে 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ ৷"

দিল্লির বুকে তৃণমূলের ধরনা প্রথম দিনেই বাধাপ্রাপ্ত শুধু নয়, দিল্লি পুলিশের বিরুদ্ধে জোরজুলুমের অভিযোগ আনছে তৃণমূল নেতৃত্ব । এই পরিস্থিতিতে অভিষেকের নেতৃত্বে কোন দিকে যায় তৃণমূলের ধরনা সেই নিয়ে প্রশ্ন থাকছে ।

Last Updated :Oct 2, 2023, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.