ETV Bharat / bharat

Tirupati Temple Wealth: 17 হাজার কোটি টাকা ও 11 টন সোনা, জানুন তিরুপতির বিপুল সম্পত্তির কথা

author img

By

Published : Jul 24, 2023, 10:04 AM IST

Updated : Jul 24, 2023, 10:12 AM IST

Etv Bharat
তিরুপতি মন্দির

তিরুপতি মন্দিরের সম্পত্তি নিয়ে কৌতূহল রয়েছে সকলেরই ৷ বারাণসীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মন্দির সম্মেলনে অংশ নিয়ে এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের এক্সিকিউটিভ অফিসার জানালেন বর্তমানে এই মন্দির ও দেবতার সম্পত্তির পরিমাণ জানালেন ৷

তিরুমালা, 24 জুলাই: তিরুপতি ৷ দক্ষিণ ভারতের সর্বোচ্চ জনপ্রিয় তীর্থক্ষেত্র ৷ বছরভর ভগবান বিষ্ণুর ভক্ত-সহ অন্য পুণ্যার্থীরা ভিড় জমান এই তিরুপতি মন্দিরে ৷ বিপুল পরিমাণ সম্পত্তির জন্য এই মন্দির সর্বদাই বিখ্যাত ৷ মন্দিরের ট্রাস্টি বোর্ডের নাম তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) ৷ এই টিটিডির এক্সিকিউটিভ অফিসার এভি ধর্মা রেড্ডি সম্প্রতি বারাণসীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মন্দির সম্মেলনে অংশ নিয়েছিলেন ৷ সেখানে তিনি তিরুপতি মন্দির সম্পর্কে একাধিক আকর্ষণীয় তথ্য প্রকাশ করেন ৷ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন যে তিরুপতির ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে কত পরিমাণ সোনা রয়েছে ৷ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মন্দিরের নামে ব্যাঙ্কে 17 হাজার কোটি টাকা নগদ ও 11 টন সোনা জমা করা আছে ৷

এই বিষয়ে বলতে গিয়ে ধর্মা রেড্ডি আরও জানান, তিরুমালা তিরুপতি দেবস্থানম তথা টিটিডি সারা দেশে 71টি মন্দির পরিচালনা করছে ৷ সেই সমস্ত মন্দিরের ভগবানকে সাজাতে যে পরিমাণ গয়না ব্যবহার করা হয় তার মধ্যে সোনা রয়েছে 1.2 টন ও রুপো 10 টন ৷ এছাড়াও প্রতি বছর ঠাকুরকে সাজাতে 500 টন ফুল ব্যবহৃত হয় ৷ টিটিডিতে 24 হাজার 500 জন কর্মচারী থাকলেও মন্দিরে আগত ভক্তদের স্বার্থে প্রতিদিন 800 জন কর্মী দায়িত্ব পালন করে থাকেন ৷ তিরুমালা মন্দিরে প্রসাদ তৈরিতে বছরে 500 টন ঘি ব্যবহার করা হয় ৷ টিটিডি এলাকার মধ্যে 600 একর বনভূমি রয়েছে ৷ ব্যাঙ্কে 17 হাজার কোটি টাকা নগদ ও 11 টন সোনা জমা করা রয়েছে ৷ এছাড়াও টিটিডিতে বিভিন্ন বিভাগের কর্মীরা কীভাবে কাজ করেন তার ব্যাখ্যাও দিয়েছেন ধর্মা ৷

আরও পড়ুন : তিরুপতি মন্দিরে কোটি টাকা অনুদান মুসলিম দম্পতির

30টি দেশের 1 হাজার 600 জন প্রতিনিধি বারাণসীতে আয়োজিত আন্তর্জাতিক মন্দির সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন ৷ অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত শ্রীবাণী ট্রাস্টের প্রশংসা করেছেন ৷ এই ট্রাস্টের সংগৃহীত তহবিল থেকে এসসি এসটি ও বিসি উপনিবেশগুলিতে টিটিডি মন্দির নির্মাণের প্রশংসা করেন ৷

তিনি বলেন, "ছোট ও মাঝারি স্তরের মন্দিরগুলিকে চিহ্নিত করে তাদের ঐতিহ্য ও গুরুত্ব সম্পর্কে মানুষকে জানানোর ব্যবস্থা করতে হবে ৷ হিন্দু ধর্মের মূল্যবোধ ও সংস্কৃতিকে মন্দিরের মাধ্যমে জানাতে হবে ৷ এছাড়াও মন্দিরের মাধ্যমে মানুষকে শিক্ষা ও চিকিৎসা সেবা দিতে হবে ৷ দরিদ্রদের চিকিৎসায় মন্দিরগুলিকে অবদান রাখতে হবে ৷

Last Updated :Jul 24, 2023, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.