ETV Bharat / bharat

Silver Scooter to Lord Krishna: মনোবাঞ্ছা পূরণ ! ভগবানের শ্রীকৃষ্ণের চরণে রূপোর স্কুটার নিবেদন তিন ভক্তের

author img

By

Published : Jul 11, 2023, 11:06 PM IST

Updated : Jul 12, 2023, 11:17 AM IST

Etv Bharat
শ্রীকৃষ্ণের চরণে রূপোর স্কুটার নিবেদন তিন ভক্তের

ইচ্ছেপূরণ হতেই ভগবানের দরবারে রূপোর রেপ্লিকা স্কুটার নিবেদন তিন ব্যবসায়ীর ৷ রাজস্থানের চিতোরগড়ের বিখ্যাত কৃষ্ণ ধাম সানওয়ালিয়া শেঠ মন্দিরের ঘটনা ৷

চিতোগড় (রাজস্থান), 11 জুলাই: বিশ্বাস, এই মন্দিরে কিছু প্রার্থনা করলে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয় ৷ ভগবান কাউকে খালি হাতে ফেরান না ৷ এটাই নাকি, এই মন্দিরের মাহাত্ম্য ৷ ইচ্ছাপূরণ যাতে হয়, সেজন্য এবার ভগবান কৃষ্ণকে রূপোর স্কুটি নিবেদন করলেন তিন ভক্ত ৷ রাজস্থানের চিতোরগড়ের বিখ্যাত কৃষ্ণ ধাম সানওয়ালিয়া শেঠ মন্দিরে ভগবানকে নিবেদন করা হয়েছে ইলেকট্রনিক স্কুটারের মতো দেখতে রূপোর স্কুটার ৷

রাজস্থানের তিনজন ব্যবসায়ী মিলিত হয়ে ইলেকট্রিক স্কুটারের ব্যবসা শুরু করেছিলেন ৷ এরপর সানওয়ালিয়া শেঠ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ইচ্ছেপ্রকাশ করেছিলেন, যদি তাঁদের ব্যবসা ভালো মতো দাঁড়িয়ে যায়, তাহলে তাঁরা ভগবানের শ্রীচরণে ইলেকট্রিক স্কুটারের রেপ্লিকা নিবেদন করবেন ৷ সেই ইচ্ছেপূরণ হতেই আর দেরি করেননি, ব্যবসায়ী তিন বন্ধু ৷ তাঁরা পরিবারের সঙ্গে মন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন ৷ পাশাপাশি ভজন ও কীর্তনেরও আয়োজন করা হয়েছিল ৷

রাজস্থানের চিতোরগড়ে সানওয়ালিয়া শেঠ মন্দির ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ৷ জানা যায়, এই মন্দির প্রায় সাড়ে চারশো বছরের পুরনো ৷ মেওয়ারের রাজা এই মন্দির স্থাপন করেছিলেন ৷ প্রথমদিকে মন্দিরটি ছোট আকারের হলেও পরবর্তী সময়ে বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে সানওয়ালিয়া শেঠ মন্দির ৷ অনেকের কাছে এই মন্দির ভগবান সানওয়ালিয়া ধাম হিসাবেও পরিচিত ৷

ভগবান সানওয়ালিয়া শেঠ মন্দিরের ম্যানেজমেন্ট কমিটির সদস্য নন্দকিশোর বলেন, "এই মন্দিরে প্রবেশ করতে গেলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ যার মধ্যে অন্যতম, মন্দিরে প্রবেশকালে শরীরের উপরিভাগ কাপড় বা ওড়না জাতীয় কিছু দিয়ে ঢেকে প্রবেশ করতে হয় ৷ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হলে, ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের উপহার নিবেদন করেন তাঁরা ৷ এর মধ্যে তিন ভক্ত, তাঁদের ইচ্ছাপূরণ হওয়ায় 1 কেজি 113 গ্রাম ওজনের রূপোর স্কুটি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন ৷ কিন্তু সেই ভক্তগণ নিজেদের পরিচয় গোপন রাখতে চেয়েছেন ৷"

আরও পড়ুন: পিতল নয়, সোনার পাতেই মুড়েছে কেদারের গর্ভগৃহ ! গুজবে 'ষড়যন্ত্র' দেখছে মন্দির কমিটি

শ্রাবণ মাসের পুণ্য তিথিতে এই উপহার ভগবানের শ্রীচরণে নিবেদন করা হয়েছে ৷ স্কুটারের পাশাপাশি একটি রূপোর আংটিও ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়েছে ৷ এদিন প্রায় 56 ভোগ অর্পণ করা হয়েছিল ভগবান শ্রী কৃষ্ণকে ৷ উল্লেখ্য, এই মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত ৷ আবার দুপুর 2টো 30 মিনিট থেকে রাত 11টা পর্যন্ত ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত দর্শন করতে আসেন শ্রী কৃষ্ণের ৷

Last Updated :Jul 12, 2023, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.