ETV Bharat / bharat

BJP MLA Praises Bilkis Bano Rapist ওরা ব্রাহ্মণ, স্বভাব চরিত্রও ভালো, বিলকিসের ধর্ষকদের প্রশংসায় বিজেপি বিধায়ক

author img

By

Published : Aug 19, 2022, 2:33 PM IST

They are Brahmins, have good sanskar, BJP MLA CK Raulji defends release of convicts in Bilkis Bano case
ওরা ব্রাহ্মণ, স্বভাব চরিত্রও ভালো, বিলকিসের ধর্ষকদের প্রশংসায় বিজেপি বিধায়ক

ওরা ব্রাহ্মণ, ওদের স্বভাব চরিত্রও ভালো ৷ বিলকিস বানোর (BJP MLA Praises Bilkis Bano Rapist) ধর্ষকদের প্রশংসা করে এ কথা বললেন গোধরার বিজেপি বিধায়ক সিকে রাউলজি (BJP MLA CK Raulji)৷

নয়াদিল্লি, 19 অগস্ট: বিলকিস বানোর (BJP MLA CK Raulji) গণধর্ষণকারী ও তাঁর শিশুকন্যা-সহ পরিবারের 7 জন সদস্যের হত্যাকারীদের প্রশংসা করে এ বার বিতর্কে জড়ালেন গুজরাতের বিজেপি বিধায়ক (BJP MLA Praises Bilkis Bano Rapist)৷ গোধরার বিধায়ক সিকে রাউলজির মতে, ধর্ষকরা ব্রাহ্মণ (Brahmins)৷ তাদের স্বভাব-চরিত্রও বেশ ভালো ৷

যাবজ্জীবন সাজা হলেও সময়ের আগেই ছাড়া পেয়ে যান বিলকিস বানোর 11 জন ধর্ষক (Convicts in Bilkis Bano case)৷ তাদের মুক্তির পর গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে অভ্যর্থনা জানানো নিয়ে তোলপাড় হয়েছে দেশ ৷ এ বার সেই বিতর্ককে আরও উস্কে দিয়ে ধর্ষকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন গোধরার বিজেপি বিধায়ক সিকে রাউলজি ৷ গুজরাত সরকারের যে কমিটি সর্বসম্মত ভাবে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই কমিটিতেই ছিলেন রাউলজি ৷ তাঁকেই বলতে শোনা গেল, "আমি জানি না তাঁরা কোনও অপরাধ করেছেন কি না ৷ তবে এ ক্ষেত্রে অপরাধের একটা অভিসন্ধি ছিল ৷"

বিজেপি বিধায়ক ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, "তাঁরা ব্রাহ্মণ ৷ আর ব্রাহ্মণদের স্বভাব-চরিত্র ভালো হয়, এটাই সর্বজনবিদিত ৷ হয়তো তাঁদের কোণঠাসা করে শাস্তি দেওয়ার বদ মতলব ছিল কারও ৷" সংশোধনাগারেও দোষীদের আচার-আচরণ বেশ ভালো ছিল বলে উল্লেখ করেন তিনি ৷ তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা বিলকিস বানোর গণধর্ষণ ও 7 খুন, সাজাপ্রাপ্ত 11 জন দোষীর মুক্তি

তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির আহ্বায়ক ওয়াই সতীশ রেড্ডি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাউলজির সেই বক্তব্যের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বিজেপি এখন ধর্ষকদের ভালো সংস্কারের মানুষ হিসেবে চিহ্নিত করছে ৷ একটা দল সবচেয়ে নিচে এই জায়গাতে নামতে পারে ৷"

they-are-brahmins-have-good-sanskar-bjp-mla-ck-raulji-defends-release-of-convicts-in-bilkis-bano-case
বিজেপি বিধায়ক সিকে রাউলজি

বিশেষ সিবিআই আদালত বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের গণহত্যার অভিযোগে 2008-এর 21 জানুয়ারি 11 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন হাজতবাসের নির্দেশ দেয় ৷ বোম্বে হাইকোর্টও এই নির্দেশ বহাল রাখে এবং 7 জন দোষীকে ছেড়ে দেওয়ার আবেদন খারিজ করে দেয় ৷ এরপর বেশ কয়েকটি আবেদন নিবেদনের পর অবশেষে গুজরাত সরকারের বিশেষ কমিটি এই 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ 76তম স্বাধীনতা দিবসে জেল থেকে মুক্তি পায় যশবন্তভাই নাই, গোবিন্দভাই নাই, শৈলেশ ভাট, বিপিন চন্দ্র যোশী, কেশরভাই ভোহানিয়া, প্রদীপ মোরধিয়া, বাকাভাই ভোহানিয়া, রাজুভাই সোনি, মিতেশ ভাট এবং রমেশ চন্দনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.