ETV Bharat / bharat

Rajnath Singh Assam Visit: জঙ্গিদের বিরুদ্ধে গোটা বিশ্বের একজোট হওয়া উচিত, বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 12:15 PM IST

Defense Minister Rajnath Singh
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Defense Minister Rajnath Singh in Tezpur Army Camp: দু'দিনের সফরে অসমে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সোমবার তেজপুর সেনা ক্যাম্পে যান তিনি ৷ আজ তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দশমীর পুজো করবেন প্রতিরক্ষামন্ত্রী ৷

তেজপুর সেনা ক্যাম্পে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

তেজপুর, 24 অক্টোবর: জঙ্গিদের বিরুদ্ধে গোটা বিশ্বের একত্রিত হওয়া উচিত ৷ কিন্তু সাধারণ মানুষের কথাও ভাবতে হবে ৷ জঙ্গি দমন করতে গিয়ে কোনও নিরপরাধ মানুষ যেন প্রাণ না হারায় ৷ সোমবার রাতে অসমের তেজপুরে এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । দু'দিনের সফরে অসমে এসেছেন তিনি ৷ গতকাল তেজপুর বিমান বাহিনীর ঘাঁটিতে পৌঁছেছেন রাজনাথ । প্রতিরক্ষামন্ত্রী তেজপুরের মেঘনা স্টেডিয়ামে পৌঁছে চতুর্থ কোরের অফিসার ও সৈন্যদের মধ্যে নৈশভোজ সারেন । রাজনাথ সিং সেখান থেকে জানান, তিনি প্রতি বছর বিজয় দশমীর দিন সেনাবাহিনীর সঙ্গে কাটান । এর পাশাপাশি তিনি এ দিন তেজপুর থেকে দেশের সেনাবাহিনীর বীরত্বের কথা তুলে ধরেন ।

মঙ্গলবার ভারত-চিন সীমান্তে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার বুমলা পাসে বিজয় দশমী উপলক্ষে সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী । রাজনাথ সিং তেজপুর সেনা ক্যাম্পে বলেছেন, "ভারতীয় সেনাবাহিনীর জয় সারা বিশ্বে বিখ্যাত । ভারতের অর্থনীতি বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং 2024 থেকে 2027 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম হয়ে উঠবে ৷ শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং সাহসিকতার কারণে এটা সম্ভব হয়েছে ৷"

আরও পড়ুন: ভারত সীমান্তের ওপারেই জঙ্গিঘাঁটিতে হানা দিতে সক্ষম, জম্মু থেকে কড়াবার্তা রাজনাথের

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ভারত-চিন সীমান্তে উত্তরের সবচেয়ে সংবেদনশীল সেনা ঘাঁটি চতুর্থ কর্পস পরিদর্শন করবেন ৷ আজ তেজপুর বিমান বাহিনী ঘাঁটি থেকে হেলিকপ্টারের করে তিনি উড়ে যাবেন সীমান্তের শেষ প্রান্তে বুমলা পাসে ৷ সেখানে সেনাবাহিনীর মাঠে নামবেন তিনি ৷ এরপর তাওয়াং ওয়ার মেমোরিয়ালে বিজয়া দশমী উদযাপন করবেন । 1962 সালের ভারত-চিন যুদ্ধের 61তম বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী অসমে সফর করছেন ৷ তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ । 1962 সালে লাল চিনা পিএলএ সৈন্যরা তাওয়াং জেলার খিনজিমানি জেমিথাং সেক্টরের দিক থেকে ভারতে প্রবেশ করেছিল । প্রতিরক্ষামন্ত্রী এ দিন তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দশমীর পুজো করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.