ETV Bharat / bharat

PM Modi: কোভিড বৃদ্ধি রুখতে 6 রাজ্যকে 4 দাওয়াই মোদির

author img

By

Published : Jul 16, 2021, 12:57 PM IST

Updated : Jul 16, 2021, 2:06 PM IST

পরীক্ষা করুন, চিহ্নিত করুন, চিকিৎসা করুন, টিকাকরণ করুন ৷ করোনা ভাইরাস (Coronavirus) রুখতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এই দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

'Test-Track-Treat-Vaccinate', PM Narendra Modi to CMs of 6 states with high coronavirus positivity rate
কোভিড বৃদ্ধি রুখতে 6 রাজ্যকে 4 দাওয়াই মোদির

নয়াদিল্লি, 16 জুলাই: পরীক্ষা করুন, চিহ্নিত করুন, চিকিৎসা করুন, টিকাকরণ করুন ৷ যে 6 রাজ্যে করোনা ভাইরাসকে (Coronavirus) কিছুতেই বাগে আনা যাচ্ছে না, তাদের জন্য এই দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেন, কোভিডের তৃতীয় ঢেউকে আটকাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে এই রাজ্যগুলিকে ৷

আজ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে ভিডিয়ো বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, গত এক সপ্তাহে কোভিড সংক্রমিতের 80 শতাংশ ও করোনায় মৃতদের 84 শতাংশই এই 6 রাজ্যের ৷ মহারাষ্ট্র ও কেরালার সংক্রমণ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ যে সব রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাদের মাইক্রো-কনটেনমেন্ট জোনের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন মোদি ৷ তিনি বলেন, "পরীক্ষা করা, চিহ্নিত করা, চিকিৎসা করা ও টিকাকরণ করা - এই কৌশলগুলি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ৷"

আরও পড়ুন: দেশে 6.8% কমল করোনা সংক্রমণ, আরও কমল মৃত্যু

প্রধানমন্ত্রী বলেন, "কোভিড 19 মোকাবিলায় জরুরি ভিত্তিতে 23 হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ নিজেদের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে এই প্যাকেজকে অবশ্যই ব্যবহার করা উচিত রাজ্যগুলির ৷ পরিকাঠামোগত সমস্যাগুলি মিটিয়ে নিতে হবে ৷ গ্রামীণ এলাকাগুলির দিকেও নজর দিতে হবে ৷" সব রাজ্যের আইসিইউ-র সংখ্যা বৃদ্ধি, করোনা পরীক্ষার ব্যবস্থা করা ও অন্যান্য প্রয়োজনের জন্য অর্থ দেওয়া রয়েছে বলে দাবি করেন তিনি ৷

আরও পড়ুন: সামান্য বাড়ল সংক্রমণ, মৃত কমে 12

বিভিন্ন দেশে শিশুরা করোনায় আক্রান্ত হচ্ছে, সে কথা মনে করিয়ে দিয়ে মোদি বলেন, "শিশুদের রক্ষা করতে আমাদের ব্যবস্থা নিতে হবে ৷ এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা - মানুষকে মনে করিয়ে দিতে হবে যে, করোনা এখনও আমাদের সঙ্গেই রয়েছে ৷" মানুষকে সতর্ক করার পাশাপাশি কড়া পদক্ষেপ করার উপরও জোর দিয়েছেন নমো ৷ করোনা ভাইরাসের সংক্রমণ দেশজুড়ে কিছুটা হ্রাস পাওয়ায় বহু মানুষ বাজার এলাকায় ও পাহাড়ি অঞ্চলে ভিড় জমাচ্ছেন ৷ তাঁদের অনেকের মুখেই মাস্ক থাকছে না এবং সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে তা নিয়ে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন : দিঘাতেই হচ্ছে করোনা পরীক্ষা, খুশি পর্যটকরা

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বের সাত রাজ্য়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন ৷ সে দিনও "অতিমারির সঙ্গে লড়াইয়ের অন্যতম হাতিয়ার টিকাকরণের" পক্ষে জোরালো সওয়াল করেন নমো ৷

Last Updated : Jul 16, 2021, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.