Modi Govt Order on BBC Docu: বিবিসির তথ্যচিত্রের ইউটিউব ভিডিয়ো ও টুইটার লিংক ব্লক করার নির্দেশ কেন্দ্রের

author img

By

Published : Jan 25, 2023, 3:01 PM IST

You Tube and Twitter ETV Bharat

বিবিসি ডকুমেন্টারি "ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন"-এর (India: The Modi Question) প্রথম পর্ব যারা প্রকাশ করেছে সেই ইউটিউব ভিডিয়োগুলি (BBC documentary on Modi) ব্লক করার নির্দেশ দিল কেন্দ্র (Modi Govt Order on BBC Docu)। সেই ইউটিউব ভিডিয়োগুলির লিংক-সহ 50টিরও বেশি টুইট অ্যাকাউন্টকেও ব্লক করার জন্য টুইটারকেও নির্দেশ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 25 জানুয়ারি: বিবিসি ডকুমেন্টারি "ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন"-এর (India: The Modi Question) প্রথম পর্ব প্রকাশ করেছে যে ইউটিউব ভিডিয়োগুলি, তাদের ব্লক করার নির্দেশ জারি করল কেন্দ্রীয় সরকার (Modi Govt Order on BBC Docu)। সংশ্লিষ্ট ইউটিউব ভিডিয়োগুলির লিংক-সহ 50টিরও বেশি টুইট ব্লক করার জন্য টুইটারকেও নির্দেশ দিয়েছে কেন্দ্র (BBC documentary on Modi)।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব শুক্রবার আইটি নিয়ম, 2021-এর অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে নির্দেশিকা জারি করেছিলেন । সূত্রের তরফে জানা গিয়েছে, ইউটিউব এবং টুইটার উভয়েই সেই নির্দেশ মেনে নিয়েছিল । তথ্যচিত্রটি ভারতে মুক্তি না পেলেও কয়েকটি ইউটিউব চ্যানেল তা আপলোড করেছে । ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিয়োটি আবার আপলোড করা হলে, তা ব্লক করারও নির্দেশ দেওয়া হয়েছে । টুইটারকে অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিয়োর লিংকযুক্ত টুইটগুলি শনাক্ত করা এবং তা ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷

প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি আটকাতে কোনও কসুর বাকি রাখেনি নরেন্দ্র মোদি সরকার । ইন্টারনেট আর্কাইভ (Internet Archive) মঙ্গলবারই তাদের ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) নিয়ে তৈরি বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র (BBC Documentary) সরিয়ে নেয় । মোদি যখন গুজরাতের (Gujarat) মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় নিয়েও ওই তথ্যচিত্র তৈরি করা হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে পক্ষপাতমূলক তথ্য তুলে ধরা হয়েছে বলে অভিযোগ ৷ এর জেরে ব্যাপক বিতর্ক হয় ৷ তার জেরেই ইন্টারনেট আর্কাইভ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র সরিয়ে দিল ইন্টারনেট আর্কাইভ

ভারত সরকার বিষয়টিকে ভারত ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচার বলে ব্যাখ্যা করেছে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকারের তরফে সারাদেশে ওই তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে । বিবিসি ব্রিটিশ জাতীয় সম্প্রচারকারী সংস্থা ৷ ভারত সরকারের তরফে তাদের এই তথ্যচিত্রকে ঔপনিবেশিক মানসিকতা (Colonial Mindset) হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী আগেই বলেছেন, "আমরা মনে করি এটি একটি প্রোপাগান্ডার অংশ, যা নির্দিষ্ট ব্যাখ্যার মাধ্য়মে অসম্মান করার জন্য তৈরি করা হয়েছে ৷ পক্ষপাত ও বস্তুনিষ্ঠতার অভাব রয়েছে এই তথ্যচিত্রে ৷ আর সেখানে ঔপনিবেশিক মানসিকতা স্পষ্টভাবে দৃশ্যমান ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.