Sushmita Dev : রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

author img

By

Published : Oct 26, 2021, 5:57 PM IST

sushmita dev takes oath as rajyasabha mp today

মানস ভুইয়াঁর ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন সুস্মিতা দেব ৷ তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ তার পরই সাংসদ হলেন ৷

নয়াদিল্লি, 26 অক্টোবর : রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হিসেবে শপথ নিলেন সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ পশ্চিমবঙ্গ থেকে তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন ৷ এর আগে তিনি লোকসভার (Loksabha) সাংসদ ছিলেন ৷ তবে কংগ্রেসের (Congress) প্রতিনিধি হিসেবে ৷

মঙ্গলবার সংসদে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্য়ান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Vice President M Venkaiah Naidu) ৷ তাঁর সঙ্গেই শপথ নেন পুদুচেরি থেকে নির্বাচিত বিজেপির এস সেলভাগণপতি (BJP MP S Selvaganapathy) ৷

আরও পড়ুন : Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের

উত্তর-পূর্ব ভারতের প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা ৷ তিনি আগাগোড়া কংগ্রেসি রাজনীতি করেছেন ৷ অসমের শিলচর থেকে কংগ্রেসের বিধায়কও হয়েছেন ৷ আবার শিলচর থেকে কংগ্রেসের সাংসদও হন তিনি ৷ এছাড়া সামলেছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্বও ৷

কিন্তু সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেন ৷ তার পর চলতি মাসের শুরুতে হওয়া রাজ্যসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের প্রার্থী হন ৷ মানস ভুইঁয়া পদত্যাগ করায় পশ্চিমবঙ্গের রাজ্যসভার ওই আসনে উপ-নির্বাচন হয় ৷

আরও পড়ুন : Amarinder Singh: বুধবারই নয়া দলের ঘোষণা করতে পারেন অমরিন্দর, দোলাচল অব্যাহত কংগ্রেসে

ফলে তৃণমূলের জয় ওই আসনে নিশ্চিত ছিল ৷ সেই কারণেই সম্ভবত বিরোধী কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়নি ৷ তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান সুস্মিতা ৷

শপথগ্রহণের পর সুস্মিতা বলেন, ‘‘আমার উপর এখন তিনটি রাজ্যের দায়িত্ব রয়েছে ৷ আমার নিজের রাজ্য অসম ৷ তাছাড়া আমাকে ত্রিপুরাতেও কাজ করতে বলা হয়েছে ৷ আর আমি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলাম ৷’’

আরও পড়ুন : Sonia Gandhi : উত্তরপ্রদেশ-সহ 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.