Delhi Pollution: দূষণে লাগাম টানতে রাজধানীতে দু’দিনের লকডাউনের সুপারিশ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Nov 13, 2021, 1:53 PM IST

Supreme Court suggests two days lockdown in delhi to control pollution

প্রধান বিচারপতি এনভি রমণ, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ জানায়, দিল্লির বাতাসের গুণমান ক্ষতিকর পর্যায়ে নেমে গিয়েছে । আগামী দু’-তিন দিনে তা আরও নীচে নামবে । তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে ।

নয়াদিল্লি, 13 নভেম্বর: দূষণ সামাল দিতে এবার লকডাউন হতে পারে রাজধানীতে । অন্তত সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে তেমনই সুপারিশ পাঠানো হল । বাতাসকে বিষমুক্ত করতে হলে অন্তত দু’দিনের লকডাউন ঘোষণা করা হোক বলে মত শীর্ষ আদালতের ৷

আইনি নিষেধাজ্ঞা উড়িয়ে দীপাবলিতে দেদার বাজির তাণ্ডব চলেছে । গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে পড়শি রাজ্যে ফসলের গোড়া পোড়ানো । তাতে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা রাজধানী । বিষাক্ত বাতাসের জেরে শ্বাসকষ্ট, গলা খুসখুস-সহ নানা সমস্যা দেখা দিয়েছে মানুষের মধ্যে ।

আরও পড়ুন: Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

এমন পরিস্থিতিতে একটি জনস্বার্থ মামলার শুনানিতে শনিবার কেন্দ্রকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেয় আদালত । প্রধান বিচারপতি এনভি রমণ, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ জানায়, দিল্লির বাতাসের গুণমান ক্ষতিকর পর্যায়ে নেমে গিয়েছে । আগামী দু’-তিন দিনে তা আরও নীচে নামবে । তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে ।

সরকারের তরফে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘‘বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা 500 থেকে কী ভাবে 200-তে নামিয়ে আনা সম্ভব, আমাদের বোঝান ৷ দ্রুত ব্যবস্থা নিন ৷ দু’দিনের লকডাউন বা অন্য কোনও উপায় ভাবতে পারেন কি ? মানুষ বাঁচবেন কী ভাবে ? আপাতত কিছু একটা করুন ৷ দীর্ঘমেয়াদি সমাধানের কথা তার পর ভাবা যাবে ৷’’

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

কোভিডের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাস দু‘য়েক আগে স্কুল খুলেছে রাজধানীতে । কিন্তু এমন পরিস্থিতিতে খুদে পড়ুয়াদের বাড়ির বাইরে বেরোতে দেওয়াই উচিত নয় বলে মনে করছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, 18 নভেম্বর পর্যন্ত দিল্লিতে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র । এর আগে, অরবিন্দ কেজরিওয়ালের সরকার যে ধোঁয়া পরিষ্কারের টাওয়ার বসানো এবং নির্গমণ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল, তার কাজ কত দূর এগিয়েছে, তা-ও জানতে চেয়েছে শীর্ষ আদালত ।

সেই পরিস্থিতিতেই শনিবার জরুরি বৈঠক ডেকেছেন কেজরিওয়াল । উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, পরিবেশমন্ত্রী গোপাল রায়-সহ সরকারের প্রায় সব মন্ত্রীই থাকবেন তাতে । বৈঠক শেষে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.