ETV Bharat / bharat

Chandrababu Naidu: 30 নভেম্বর পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 5:14 PM IST

SC Extends Protection from Arrest to Chandrababu Naidu: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ফাইবারনেট কেলেঙ্কারি মামলায় আগাম জামিন চেয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে ৷ সেই মামলায় আগামী 30 নভেম্বর পর্যন্ত নাইডুর গ্রেফতারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেছে শীর্ষ আদালত ৷ এই নিয়ে প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Chandrababu Naidu
Chandrababu Naidu

নয়াদিল্লি, 9 নভেম্বর: ফাইবারনেট দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে যে আগামী 30 নভেম্বর পর্যন্ত এই মামলায় টিডিপি সুপ্রিমোকে গ্রেফতার করা যাবে না ৷

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদীর সমন্বয়ে গঠিত বেঞ্চে ফাইবারনেট কেলেঙ্কারির মামলার শুনানি হয় ৷ এই মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট চন্দ্রবাবু নাইডুকে আগাম জামিন দিতে অস্বীকার করে ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি ৷ বৃহস্পতিবার সেই আবেদনের প্রেক্ষিতেই তাঁর রক্ষাকবচের মেয়াদ আগামী 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে শীর্ষ আদালত ৷

সুপ্রিম কোর্টে এ দিন চন্দ্রবাবু নাইডুর হয়ে সওয়াল করেন সিনিয়র আইজীবী সিদ্ধার্থ লুথরা ৷ বেঞ্চ তাঁকে বলেছে যে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতিতে নাইডুর বিরুদ্ধে এফআইআর বাতিল করার জন্য যে আবেদন করা হয়েছে, তার রায় দীপাবলির বিরতির পরে ঘোষণা করা হবে । বেঞ্চ আরও জানিয়েছে যে এই নিয়ে রায় দেওয়ার পরই ফাইবারনেট কেলেঙ্কারি মামলা সংক্রান্ত আবেদনের শুনানি করা হবে ।

অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী আদালতকে জানিয়েছেন যে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে চন্দ্রবাবু নাইডু চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন । বেঞ্চ জানিয়েছে, একই আবেদনকারীর অন্য একটি প্রায় একই বিষয়ক পিটিশন রয়েছে ৷ সেই নিয়ে রায় সংরক্ষণ করা হয়েছে ৷ এর পর আগামী 30 নভেম্বর ফাইবারনেট কেলেঙ্কারি মামলার শুনানির জন্য নির্ধারিত করে আদালত ।

ফাইবারনেট কেলেঙ্কারি মামলায় অন্ধ্রপ্রদেশ সরকার এর আগে শীর্ষ আদালতে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এই বিষয়ে শুনানির সময় নাইডুকে গ্রেফতার করবে না । গত 20 অক্টোবর সুপ্রিম কোর্ট ফাইবারনেট কেলেঙ্কারি মামলায় নাইডুর আগাম জামিনের আবেদন 9 নভেম্বর পর্যন্ত স্থগিত করে ।

সেই মতো এ দিন শুনানি হয় ৷ পরবর্তী শুনানি আগামী 30 নভেম্বর ৷ ফলে সেই দিন পর্যন্ত এই মামলায় তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর রক্ষাকবচের মেয়াদ বাড়ল ৷

আরও পড়ুন: ফাইবারনেট মামলায় চন্দ্রবাবু নাইডুকে 9 নভেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.