ETV Bharat / bharat

Stray Dogs Maul Infant: হাসপাতালের ওয়ার্ড থেকে নবজাতককে তুলে নিয়ে গেল কুকুর, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

author img

By

Published : Feb 28, 2023, 6:02 PM IST

ETV Bharat
প্রতীকী ছবি

কুকুরের আক্রমণে মৃত্যু হল নবজাতকের ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহি জেলা হাসপাতালে ৷ উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ (infant died in dog attack) ৷

সিরোহি (রাজস্থান), 28 ফেব্রুয়ারি: হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান হীনতা ও গাফিলতিতে প্রাণ গেল নবজাতকের ৷ হাসপাতালের ওয়ার্ডে ঢুকে একমাসের এক শিশুপুত্রকে মুখে করে নিয়ে চলে গেল কুকুর, পরে ওই একরত্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহিতে জেলা হাসপাতালে ৷ হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে একটি কুকুর কীভাবে ওয়ার্ডে ঢুকে এই কাণ্ড ঘটালো তা নিয়ে প্রশ্ন উঠছে (Sirohi infant was mauled by street dogs) ৷

জানা গিয়েছে সোমবার রাতে যখন ওই নবজাতক হাসপাতালে তাঁর মায়ের পাশে শুয়ে ঘুমাচ্ছিল, তখন ওয়ার্ডের ভিতরে ঢুকে যায় তিনটি কুকুর ৷ শিশুটিকে নিয়ে মুখে করে যায় কুকুরগুলি ৷ পরে শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙে তার মায়ের ৷ ছুটে আসেন অন্যান্যরাও ৷ সবাই মিলে তাড়া করে কুকুরগুলিকে ৷ কিন্তু ততক্ষণে মৃত্যু হয় ওই নবজাতকের ৷ তার হাতে, গলায় ও মুখে ক্ষতচিহ্ন ছিল ৷

এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় কোতয়ালি থানার পুলিশ ৷ ময়নাতদন্তের পর ওই নবজাতকের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷ পুলিশ জানিয়েছে, ওই নবজাতকের বাবার নাম মহেন্দ্র কুমারের চিকিৎসা চলছে ওই হাসপাতালে ৷ তাই ওই ব্যক্তির স্ত্রী রেখা তাঁর তিন সন্তানকে নিয়ে হাসপাতালেই ছিলেন ৷ ওই সদ্যজাতও সেখানেই ছিল ৷

আরও পড়ুন: আড়াই বছরের শিশুর ঘাড় কামড়ে ধরল কুকুর !

অভিযোগ, এই হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে ৷ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা ৷ হাসপাতাল চত্বরে কুকুর দিনরাত ঘুরে বেড়ালেও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে উদাসীন ৷ ঘটনায় ওই হাসপাতালে ভর্তি থাকা রোগী, তাঁদের পরিজন ও হাসপাতাল কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ৷ উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদ ও হিমাচল প্রদেশেও কুকুরের আক্রমণে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.