ETV Bharat / bharat

Gurmeet Ram Rahim : খুনের মামলায় দোষী সাব্যস্ত রাম রহিমের সাজা ঘোষণা আপাতত স্থগিত

author img

By

Published : Oct 13, 2021, 6:28 PM IST

যৌন নিগ্রহ, ধর্ষণ, খুন-সহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম । তাঁর সাজা ঘোষণাকে ঘিরে হরিয়ানার পরিস্থিতি যাতে তেতে না ওঠে, তার জন্য নিরাপত্তায় জোর দিয়েছে রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি । কারণ আগে তাঁর গ্রেফতারি ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল হরিয়ানা ।

রাম রহিমের সাজা ঘোষণা আপাতত স্থগিত
খুনের মামলায় দোষী সাব্যস্ত রাম রহিমের সাজা ঘোষণা আপাতত স্থগিত

পঞ্চকুলা, 13 অক্টোবর : খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন আগেই । তবে মঙ্গলবার সাজা ঘোষণা হল না ‘ডেরা সাচা সওদা’ প্রধান গুরমীত রাম রহিমের ৷ বরং রাম রহিম এবং অন্য দোষীদের সাজা ঘোষণা আপাতত স্থগিত রাখল বিশেষ সিবিআই আদালত ৷ সোমবার ওই মামলায় রাম রহিম এবং অন্যদের সাজা ঘোষণা ৷

‘ডেরা সাচা সওদা’ সংগঠনের প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং 2002 সালে গুলিবিদ্ধ হয়ে খুন হন ৷ সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম ৷ তাঁর শাগরেদ কৃষ্ণ কুমার, অবতার জসবির, এবং সবদিলকেও দোষী সাব্যস্ত করেছে আদালত ৷

আরও পড়ুন: Child Marriage : বাল্য বিবাহকে কখনওই আইনি স্বীকৃতি নয়, বিতর্কের মধ্যে সাফাই গেহলতের

সেই মামলায় মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রোহতকের সুনারিয়া জেল থেকে আদালতে হাজিরা দেন সিবিআই আদালতে ৷ কড়া নিরাপত্তার বেষ্টনীতে বাকিদের সশরীরে পঞ্চকুলা জেলা আদালতে হাজির করে পুলিশ ৷ রাম রহিমের হয়ে তাঁর আইনজীবী আদালতে সশরীরে হাজির ছিলেন ৷

মঙ্গলবার সাজা ঘোষণার জন্য কড়া নিরাপত্তায় গোটা পঞ্চকুলা মুড়ে ফেলেছিল হরিয়ানা পুলিশ ৷ তদন্তকারী সংস্থা সিআইডি, আইবি-ও পরিস্থিতির দিকে নজর রেখেছিল ৷ শহরের অলিগলিতে বসানো হয় সিসিটিভি ক্যামেরাও ৷

আরও পড়ুন: Anti-militancy operations : সেনা অভিযানে উপত্যকায় 30 ঘণ্টায় নিহত 7 জঙ্গি, শহিদ 5 জওয়ান

19 বছর আগের ওই খুনের মামলায় রাম রহিম এবং কৃষ্ণ কুমারকে 302 (খুন) এবং 120-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত । বাকিদের বিরুদ্ধে বেআইনি আস্ত্র আইনের অপরাধমূলক ধারাও আনা হয় ।

রাম রহিমের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন তাঁরই প্রাক্তন গাড়িচালক খট্টা সিং । তিনি জানান, রাম রহিমের সন্দেহ ছিল, মহিলাদের যৌন নিগ্রহের বিষয়টি রঞ্জিতই ফাঁস করে দিয়েছেন । তাই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ।

এই মুহূর্তে দুই মহিলাকে যৌন নিগ্রহের মামলায় 20 বছরের সাজা কাটাচ্ছেন রাম রহিম । এ ছাড়াও, তাঁর কুকীর্তি ফাঁস করা সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির হত্যা মামলাতেও যাবজ্জীবনের সাজা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.