ETV Bharat / bharat

Gujarat Road Accident: আনন্দে অটোরিকশা-বাইকে গাড়ির সংঘর্ষে মৃত 6, অভিযুক্ত কংগ্রেস বিধায়কের জামাই

author img

By

Published : Aug 12, 2022, 11:19 AM IST

সবাই মিলে রাখিবন্ধন উৎসব পালন গাড়িতে ফিরছিলেন ৷ রাস্তায় গাড়িটি একটি অটোরিকশা এবং বাইককে ধাক্কা মারে ৷ সঙ্গে সঙ্গে মারা যান 6 জন ৷ গাড়িটি চালাচ্ছিলেন কংগ্রেস বিধায়কের জামাই (Gujarat Road Accident) ৷

Road Accident in Gujarat Anand
গুজরাতের আনন্দে গাড়ি দুর্ঘটনা

আনন্দ (গুজরাত), 12 অগস্ট: কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় ৷ বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে গুজরাতের আনন্দ জেলায় ৷ সোজিত্রা তেহসিলের ডালি গ্রামের কাছে একটি গাড়ি একটি অটোরিকশা এবং মোটরবাইককে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চার যাত্রী এবং দুই বাইক আরোহী ৷ গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (Son-in-law of Congress MLA Poonam Parmar allegedly rammed into auto rickshaw and motorbike in Anand Gujarat) ৷

তবে এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক রং লেগে গিয়েছে ৷ কারণ, ঘাতক গাড়িটির চালক পেশায় আইনজীবী কেতন রামন পাধিয়ার । তিনি সোজিত্রার কংগ্রেস বিধায়ক পুনম পারমারের জামাই ৷ তিনি কিয়া গাড়ি চালাচ্ছিলেন ৷ সপরিবার রাখি উৎসব সেরে গাড়িতে ফিরছিলেন কেতন ৷ বিধায়কের জামাইয়ের অবহেলার জন্যই এই দুর্ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে । শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷

আরও পড়ুন: মার্সিডিজের ধাক্কায় প্রাণ হারালেন রিকশাচালক

আনন্দের এএসপি অভিষেক গুপ্তা বলেন, "আনন্দে সন্ধে 7টার সময় একটি গাড়ির সঙ্গে বাইক এবং অটোর ধাক্কা লাগে ৷ দুর্ঘটনায় 6 জন মারা গিয়েছেন ৷ গাড়িচালক হাসপাতালে চিকিৎসাধীন ৷" তিনি আরও জানান যে, দুর্ঘটনার জন্য গাড়িটি দায়ী ৷ গাড়িচালক কেতনই গাড়ির মালিক ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

কেতন রামনের গাড়িটি থেকে 'এমএলএ গুজরাত' লেখা একটি প্লেট পাওয়া যায় ৷ আর তাই স্বভাবতই এ নিয়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ৷ প্রশ্ন ওঠে, তাহলে কি গাড়িচালক বিধায়কের আত্মীয় ? ঘটনাস্থল থেকে প্লেটটি পেয়ে সোজিত্রা পুলিশ তদন্তে নামে ৷ ঘটনার পর খাম্বাতের এএসপি অভিষেক গুপ্তা দুর্ঘটনাস্থলে পৌঁছন এবং আইনি পথে তদন্ত শুরু করেন ৷ পুলিশ গাড়িচালক কেতন পাধিয়ারকে জিজ্ঞাসাবাদ করে ৷ স্থানীয় সূত্রে জানা যায়, কেতন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ৷ নিয়ম মেনে তাঁর শারীরিক পরীক্ষাও হয়েছে ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনার নেপথ্যে রয়েছে ব্যাঙের ছাতার মতো গজানো মোটর ট্রেনিং স্কুল, মত প্রাক্তন পুলিশ কর্তার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.