ETV Bharat / bharat

Smriti Irani on Hajj Yatra: ভিআইপি হজ কোটা বাতিল করার সিদ্ধান্ত কেন্দ্রের, জানালেন স্মৃতি ইরানি

author img

By

Published : Jan 12, 2023, 10:47 AM IST

সৌদি সরকার বিধিনিষেধ প্রত্যাহার (Saudi removes restrictions) করার পরে ভিআইপি হজ কোটা (VIP Haj quota) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ 2012 থেকে এই কোটা চালু ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ৷

Smriti Irani
হজ কোটা বাতিল

নয়াদিল্লি, 12 জানুয়ারি: ভিআইপি হজ কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সোমবার সৌদি আরব সরকারের তরফে হজ পুণ্যার্থীদের সংখ্যার উপর বিধিনিষেধ তোলার পরেই এই ঘোষণা করা হয়েছে ৷ স্মৃতি ইরানি জানান, কেন্দ্রীয় সরকার সাংবিধানিক পদ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকদের জন্য উপলব্ধ হজ কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । এতদিন এঁদের জন্য ভিআইপি কোটা চালু ছিল । এবার সেটাই বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ।

প্রসঙ্গত, এর আগে সোমবার সৌদি আরব সরকার ঘোষণা করেছিল, এ বছর হজযাত্রায় বয়সসীমা ও পুণ্যার্থীদের সংখ্যার উপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না (Saudi Arabia Removes Restrictions on Hajj Pilgrim Numbers and Age Limit) ৷ ফলে প্রচুর সংখ্যক মানুষ হজ যাত্রায় আসতে পারবেন । করোনার কারণে এই নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার ৷ কিন্তু অতিমারীর সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এবার সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে ।

এদিন স্মৃতি ইরানি (Smriti Irani) দাবি করেন, দেশে কোনও "ভিআইপি সংস্কৃতি" থাকবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) যে সংকল্প নিয়েছেন তার অংশ হিসাবেই সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । এ বিষয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে আক্রমণ সাধিয়েছেন তিনি ৷ কারও কারও জন্য এভাবে বিশেষ কোটা রেখে বাকিদের বঞ্চনা করা হত বলেও দাবি স্মৃতির ।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, তিনি ও মন্ত্রীরা হজ কমিটিকে এই কোটা বাতিল করার জন্য অনুরোধ করেন ৷ এই প্রস্তাবকে বিভিন্ন রাজ্যের সমস্ত হজ কমিটিও সমর্থন করেছিল । এরপর এই হজ প্রক্রিয়ায় ভিআইপি সংস্কৃতির অবসান হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী জানান, 2012 সালে যখন এটি চালু হয় তখন এই বিশেষ কোটার অধীনে প্রায় 5 হাজার আসন ছিল ৷

আরও পড়ুন: হজের বয়সসীমা ও পুণ্যার্থীদের সংখ্যায় বিধিনিষেধ তুলে নিল সৌদি আরব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.