ETV Bharat / bharat

Cervical Cancer Vaccine: সার্ভাইকাল ক্যানসার রোধে প্রথম ভারতীয় টিকা সেরামের, প্রকাশ্য়ে আসছে 1 সেপ্টেম্বর

author img

By

Published : Aug 31, 2022, 1:54 PM IST

সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধ করতে এই প্রথম সম্পূর্ণ ভারতীয় গবেষণা ও প্রযুক্তিতে তৈরি টিকা (Cervical Cancer Vaccine) আসছে ৷ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India) বা এসআইআই (SII) এবং জৈবপ্রযুক্তি বিভাগ (Department of Biotechnology) বা ডিবিটি (DBT)-এর যৌথ প্রচেষ্টায় 1 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করবে ভারতের প্রথম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্য়ান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (Quadrivalent Human Papillomavirus Vaccine) বা কিউএইচপিভি (qHPV) ৷

SII to launch first Indian qHPV vaccine against cervical cancer on September 1
Cervical Cancer Vaccine: সার্ভিক্য়াল ক্যানসার রোধে প্রথম ভারতীয় টিকা সেরামের, প্রকাশ্য়ে আসছে 1 সেপ্টেম্বর

নয়াদিল্লি, 31 অগস্ট: সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India) বা এসআইআই (SII) এবং জৈবপ্রযুক্তি বিভাগ (Department of Biotechnology) বা ডিবিটি (DBT)-এর যৌথ প্রচেষ্টায় ভারতের প্রথম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (Quadrivalent Human Papillomavirus Vaccine) বা কিউএইচপিভি (qHPV) আগামিদিনে বাজারে আসতে চলেছে ৷ সূত্রের দাবি, বৃহস্পতিবার (1 সেপ্টেম্বর, 2022) সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধী এই টিকাটি (Cervical Cancer Vaccine) আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হবে ৷

চলতি অগস্ট মাসের প্রথমেই এই টিকা সম্পর্কে তথ্য প্রকাশ করেছিল সেরাম কর্তৃপক্ষ ৷ কেন্দ্রীয় সরকারকে তারা জানিয়েছিল, আগামী ডিসেম্বর মাসের মধ্য়েই সম্পূর্ণ ভারতীয় গবেষণা ও প্রযুক্তিতে তৈরি এই টিকার 1 কোটি ডোজ বাজারে আনতে পারবে তারা ৷ এই বিষয়ে ভারত সরকারকে নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রককে চিঠিও লিখেছিলেন সেরামের সংশ্লিষ্ট বিভাগের ডিরেক্টর প্রকাশ কুমার সিং ৷

আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণ রুখতে সক্ষম নয়া বুস্টার ভ্যাকসিন, দাবি ফাইজারের

ওই চিঠিতেই কেন্দ্রকে প্রকাশ জানান, সেরাম এই টিকার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখবে ৷ কিন্তু, এখনই তাদের পক্ষে টিকার সম্ভাব্য দাম প্রকাশ্যে আনা সম্ভব নয় ৷ তার জন্য অনলাইন টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ উল্লেখ্য, গত 12 জুলাই সেরাম কর্তৃপক্ষকে কিউএইচপিভি বাজারজাত করার ছাড়পত্র দিয়েছিল ভারতের ওষুধ নিয়ামক সংস্থা (Drugs Controller General of India) বা ডিসিজিআই (DCGI) ৷ তার আগেই অবশ্য এই টিকার ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগের দুই তৃতীয়াংশ প্রক্রিয়া সারা হয়ে গিয়েছিল ৷

  • Serum Institute of India (SII) and Department of Biotechnology (DBT) to launch the indigenously developed India's first Quadrivalent Human Papillomavirus Vaccine (qHPV) against Cervical Cancer on Sept 1: Official Sources

    — ANI (@ANI) August 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, নতুন টিকার ট্রায়াল শেষ হওয়ার পরই সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি নিয়ন্ত্রক প্য়ানেলের হাতে তুলে দেওয়া হয় ৷ প্য়ানেলের সদস্যরা টিকার প্রয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখেন ৷ তারপরই এই টিকাটিকে বাজারজাত করার ছাড়পত্র দেওয়া হয় ৷ সেরাম কর্তৃপক্ষের দাবি, এই টিকার কার্যকারিতা সমধর্মী অন্যান্য টিকার তুলনায় প্রায় 1 হাজার গুণ বেশি ৷

সেরাম কর্তৃপক্ষের তরফে বলা হয়, প্রতি বছর ভারতের অসংখ্য মহিলা সার্ভাইকাল ক্যানসারে আক্রান্ত হন ৷ অনেককেই এর ফলে জীবন হারাতে হয় ৷ টিকার ব্যবহার সেই প্রবণতা কমাবে বলে আশা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.