ETV Bharat / bharat

শিশুদের জন্য যত দ্রুত সম্ভব ফাইজার টিকা আনা উচিত কেন্দ্রের : কেজরি

author img

By

Published : May 27, 2021, 12:43 PM IST

"Should Procure Pfizer Vaccine ASAP For Children", says Arvind Kejriwal
শিশুদের জন্য যত দ্রুত সম্ভব ফাইজার টিকা আনা উচিত কেন্দ্রের : কেজরি

শিশুদের জন্য যত দ্রুত সম্ভব ফাইজার টিকা আনা উচিত কেন্দ্রের ৷ এমনই মত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷

নয়াদিল্লি, 27 মে : শিশুদের টিকাকরণের জন্য কেন্দ্রকে দ্রুত ফাইজার টিকা সংগ্রহ করতে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ সকালে এই নিয়ে টুইট করেন তিনি ৷

টুইটে কেজরি লিখেছেন, "শিশুদের জন্য যত দ্রুত সম্ভব আমাদের এই টিকা সংগ্রহ করা উচিত ৷" ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদনের জন্য কেন্দ্র ও মার্কিন ফার্মা জায়েন্টের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পরই এই দাবি জানালেন কেজরিওয়াল ৷

বলা হয়েছে, ফাইজার 12 বছরের উপরে শিশুদের উপর কার্যকরী হয়েছে ৷ আমেরিকা ও কানাডায় 12-15 বছরের শিশুদের জন্য এই টিকা অনুমোদনও পেয়েছে ৷

ভারতে বর্তমানে তিনটি কোভিড টিকা অনুমোদন পেয়েছে ৷ কোভিশিল্ড, কোভ্য়াক্সিন ও স্পুটনিক ভি ৷ এদের কোনওটিরই 18 বছরের নীচে কারও উপরে প্রয়োগের অনুমোদন নেই ৷ তবে এ মাসের শেষের দিকে 2-18 বছর বয়সিদের উপর কোভ্যাক্সিন ট্রায়াল শুরু করবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন: দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো

এর আগে ফাইজার টিকা পেতে সরাসরি সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে তাতে আপত্তি জানায় ওই কোম্পানি ৷ তারা জানায়, নিয়ম অনুযায়ী তারা শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গেই এ ব্যাপারে চুক্তি করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.