Atiq Ahmad Henchmen: প্রয়াগরাজে জারি আতিক-আতঙ্ক, ব্যবসায়ীকে গুলি নিহত গ্যাংস্টারের সহকারীর

author img

By

Published : May 28, 2023, 5:42 PM IST

Atiq Ahmad Henchmen ETV BHARAT

মৃত আতিক আহমেদের সহকারীদের বিরুদ্ধে প্রয়াগরাজের চাকিয়া এলাকায় আতংকের পরিবেশ তৈরির অভিযোগ ৷ গ্যাংস্টার এবং তাঁর ভাই ও ছেলে মারা গেলেও আতংক শেষ হয়ে যায়নি ৷ তোলাবাজির টাকা না দেওয়ায় শনিবার এক চাট বিক্রেতাকে গুলি করার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় তিনি আহত হয়েছেন ৷

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 28 মে: পুলিশি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাইকে হত্যা করেছিল একদল দুষ্কৃতী ৷ তবে, আতিক এবং তাঁর ভাই মারা গেলেও প্রয়াগরাজে বন্ধ হয়নি আতঙ্করাজ ৷ এবার চাট বিক্রেতার কাছ থেকে 15 লক্ষ টাকা তোলা দাবির অভিযোগ উঠল আতিকের সহকারীদের বিরুদ্ধে ৷ প্রয়াগরাজের চাকিয়া এলাকায় সেই কারণে শনিবার গুলি চালানো হয় ৷ গুলিটি ওই দোকানদারের পায়ে লেগেছে ৷ একমাস আগেই হুমকির ঘটনায় পুলিশে অভিযোগ করেছিলেন রাকেশ নামে ওই ব্যক্তি ৷ পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

আতিক আহমেদের বাড়ির কাছে রাকেশ নামে এক ব্যক্তি চাটের দোকান চালান ৷ মৃত আতিক আহমেদের লোকজন তাঁর কাছে 15 লক্ষ টাকা তোলা দাবি করে ৷ সেই টাকা না-দেওয়ায় শনিবার ওই দোকানের সামনে গুলি চালায় আতিকের সহকারী নবি আহমেদ ৷ অভিযোগ রাকেশকে বাড়ি খালি করে দিয়ে বলা হয়, তোলার টাকা না দেওয়ায় ৷ প্রথম যখন রাকেশের কাছে 15 লক্ষ টাকা তোলা চাওয়া হয়, তখন পুলিশেও অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, পুলিশ সেই সময় নবি আহমেদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন রাকেশ এবং তাঁর পরিবার ৷

রাকেশের অভিযোগ প্রায় একমাস আগে তিনি ধুমনগঞ্জ পুলিশ স্টেশনে নবি আহমেদের বিরুদ্ধে তোলা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগ জানিয়েছিলেন ৷ তাঁর বাড়ি, দোকান এবং পরিবারের নিরাপত্তার জন্য পুলিশকে আবেদনও করেছিলেন ৷ কিন্তু, পুলিশ সেই ঘটনায় কোনও এফআইআর করেনি বলে অভিযোগ করেছেন রাকেশ ৷ এমনকি তিনি পুলিশের কাছে যাওয়ার পর, হুমকি বাড়তে থাকে ৷ এবার শনিবার রাতে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে, তাঁর পায়ে গুলি করে নবি আহমেদ ৷

আরও পড়ুন: আল কায়দার হুমকির পর নিরাপত্তা বাড়ল প্রতাপগড় সংশোধনাগারের

আক্রান্ত রাকেশের স্ত্রী আশা অভিযোগ করেছেন, নবির সঙ্গে ইসমাইল একরাম এবং শাহবি আহমেদ লাগাতার তাঁদের হুমকি দিয়ে যাচ্ছে ৷ রাকেশকে লক্ষ্য করে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ৷ তবে, তাদের তরফে কোনও মন্তব্য করতে চাওয়া হয়নি ৷ এমনকী কেন এর আগে অভিযোগ দায়ের করা হয়নি ? সে নিয়েও কথা বলতে চায়নি পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.