ETV Bharat / bharat

Salt Factory Wall Collapse : নুনের কারখানার দেওয়াল ভেঙে গুজরাতের মরবিতে মৃত 12

author img

By

Published : May 18, 2022, 4:07 PM IST

হঠাৎ নুনের কারখানার দেওয়াল ধসে পড়ে ৷ তাতে চাপা পড়েছেন 30 জন শ্রমিক ৷ এখনও পর্যন্ত জেসিবি মেশিনের সাহায্যে 12 জনের দেহ উদ্ধার করা গিয়েছে (Salt Factory Wall Collapse) ৷

Halvad Morbi Salt Factory Incident
ভেঙে পড়ল নুনের কারখানার দেওয়াল

মরবি, (গুজরাত) 18 মে : একটি নুনের কারখানার দেওয়াল ধসে 12 জন শ্রমিক মারা গিয়েছেন ৷ দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের মরবি জেলার হালভাদে ৷ সূত্রের খবর অনুযায়ী, দেওয়াল ভেঙে 30 জন শ্রমিক চাপা পড়ে গিয়েছে ৷ জেসিবি মেশিনের সাহায্যে এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার করা গিয়েছে (several workers died as a wall collapsed in Halvad Morbi Gujarat) ৷

কারখানাটির নাম সাগর সল্ট ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু করা হয় ৷ দেওয়ালের কাছে নুনের বড় বস্তা রাখা থাকে ৷ দেওয়ালের পিছনে কর্মীরা প্যাকিং করার সময় তা ভেঙে পড়ে ৷ এও জানা গিয়েছে, দুপুরে খাবার সময় অনেক কর্মী খেয়ে গিয়েছিলেন ৷ নাহলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত ৷

আরও পড়ুন : Raipur Helicopter Crash : ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা, রায়পুরে হেলিকপ্টার ভেঙে মৃত 2 পাইলট

এই দুর্ঘটনায় গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল মুখ্য়মন্ত্রীর ত্রাণ তহবিল (CM Relief Fund) থেকে মৃতদের পরিবারপিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ৷ তিনি গুজরাতের ডিস্ট্রিক্ট কালেক্টর এবং সিস্টেম অপারেটদের উদ্ধারকার্য পরিচালনার এবং ত্রাণ কার্যের নির্দেশ দিয়েছেন ৷

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকেও প্রত্যেক মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে ৷ আহতদের 50 হাজার টাকা দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.