ETV Bharat / bharat

দেশের বাইরে টিকা উৎপাদনের পরিকল্পনা সিরাম ইন্সটিটিউটের

author img

By

Published : May 1, 2021, 3:38 PM IST

কোভিশিল্ডের পাশাপাশি জনসন অ্য়ান্ড জনসনের অ্য়াস্ট্রোজেনেকা টিকা উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ৷ এদিকে দেশে করোনা টিকার ঘাটতি দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, পরিস্থিতি সামাল দিতে এবার থেকে দেশের বাইরে টিকা উৎপাদন করবে সিরাম ৷

vaccine
প্রতীকী ছবি

নয়াদিল্লি, 1 মে : এবার ভারতের বাইরে টিকা উৎপাদন করবে সিরাম ইন্সটিটিউট ৷ এখনও এবিষয়ে স্পষ্ট করে কিছু না বলা হলেও এমনই ইঙ্গিত মিলেছে বিভিন্ন সূত্রে ৷

কোভিশিল্ডের পাশাপাশি জনসন অ্য়ান্ড জনসনের অ্য়াস্ট্রোজেনেকা টিকা উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ৷ এদিকে দেশে করোনা টিকার ঘাটতি দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, পরিস্থিতি সামাল দিতে এবার থেকে দেশের বাইরে টিকা উৎপাদন করবে সিরাম ৷

আরও পড়ুন- রাজধানীতে আরও ভয়ঙ্কর অক্সিজেন সঙ্কট, মৃত 8

গতকাল একটি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দিতে গিয়ে সিরামের চিফ এগজ়িকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা জানিয়েছেন, খুব দ্রুত করোনা ভ্য়কসিনের উৎপাদন বাড়ানো হবে ৷ এরই সঙ্গে তিনি জানান, আট দিন আগে আন্তর্জাতিক বিমান বন্ধ করার আগে তিনি ব্রিটেন গিয়েছিলেন ৷ আর এরপর থেকেই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যেহেতু আদর পুনাওয়ালা ব্রিটেন গিয়েছিলেন তাই এই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে যে, তাহলে এবার ভারতের বাইরে করোনা ভ্য়াকসিন তৈরি করতে পারে সিরাম ৷

ওই সংবাদমাধ্য়মে সাক্ষাৎকারে আদর পুনওয়ালা আরও বলেন, "কিছুদিনের মধ্য়েই আমরা একটি বড় ঘোষণা করতে চলেছি ৷ " গত সপ্তাহে পুনাওয়ালা জানিয়েছিলেন, জুলাই থেকে সিরাম ইন্সটিটিউটের তরফে প্রতিমাসে 100 মিলিয়ন ডোজ় উৎপাদন করবে ৷ এর আগে অবশ্য় সংস্থার তরফে জানানো হয়েছিল মে মাসের শেষ থেকেই অতিরিক্ত করোনা টিকা তৈরি করতে পারবে সিরাম ৷ কিন্তু এবার সেই সময় পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে জুলাই ৷

আজ থেকে সারা দেশে 18 বছরের ঊর্ধ্বে সকলকে করোনা ভ্য়াকসিন দেওয়ার কাজ শুরু হলেও বিভিন্ন রাজ্য় থেকে অভিযোগ করা হয়েছে, তাদের কাছে পর্য়াপ্ত ভ্য়াকসিন নেই ৷ এরাজ্য়েও একই সমস্য়ার মুখোমুখি হতে হয়েছে ৷ যার ফলে সরকারের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত ভ্য়াকসিন না আসা পর্যন্ত কাউকে ভ্য়াকসিন দেওয়া যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.