ETV Bharat / bharat

Delhi-NCR Air Pollution: দিল্লি ও এনসিআরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

author img

By

Published : Nov 17, 2021, 8:19 PM IST

schools-colleges-in-ncr-to-remain-closed-till-further-orders-says-commission-for-air-quality-management
দিল্লি ও এনসিআরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এনসিআরে বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ দিল্লি ও এনসিআরের অন্তর্গত রাজ্য সরকারগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দিয়েছে সিএকিউএম বা বায়ু সূচক নিয়ন্ত্রক কমিশন ৷

নয়াদিল্লি, 17 নভেম্বর : দূষণের জেরে এনসিআর অর্থাৎ, জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ মঙ্গলবার রাতে এমনই নির্দেশিকা জারি করেছে বায়ু সূচক নিয়ন্ত্রক কমিশন ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দিয়েছে সিএকিউএম বা বায়ু সূচক নিয়ন্ত্রক কমিশন ৷ এমন দূষণের মাত্রা কমাতে দিল্লির 300 কিলোমিটারের মধ্যে থাকা 11টি থার্মাল পাওয়ার প্লান্টের মধ্যে মাত্র 5টি প্লান্ট 30 নভেম্বর পর্যন্ত কাজ করবে ৷ যার মধ্যে দিল্লির ঝাজারের এনটিপিসি, মহত্মা গান্ধি টিপিএস, পানিপথ টিপিএস, নব পাওয়ার লিমিটেড টিপিএস এবং রাজপুরা ও তালওয়ান্ডি সাবো টিপিএসে কাজ হবে ৷

পাশাপাশি দিল্লি ও এনসিআর এলাকায় নির্মাণ শিল্প এবং ভাঙাচোরার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে বাতাসে দূষণেরমাত্রা কমাতে ৷ 21 নভেম্বর পর্যন্ত এই সব কাজ বন্ধ রাখতে হবে ৷ সেই সঙ্গে রেল পরিষেবা, রেল স্টেশন, মেট্রো রেল কর্পোরেশন সার্ভিস, যার মধ্যে মেট্রো স্টেশনও রয়েছে ৷ এছাড়াও এয়ারপোর্ট এবং আন্তঃরাজ্য বাস পরিষেবার ক্ষেত্রে, জাতীয় নিরাপত্ত বা প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় অর্থাৎ বিভিন্ন প্রকল্পে সি অ্যান্ড ডি-র বজ্র নিয়ন্ত্রণ নিয়াবলী মেনে এবং ধুলোকণা নিয়ন্ত্রণ করে কাজ করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Kashmir Winter: শ্রীনগরে মরসুমের শীতলতম রাত, তাপমাত্রা নামল হিমাঙ্কের নিচে

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন বড় গাড়ি, যেমন ট্রাক ও ট্রেলারকে আগামী রবিবার পর্যন্ত রাজধানী এবং তার আশেপাশের এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দিল্লি ও এনসিআর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির আগে, বায়ু সূচক নিয়ন্ত্রক কমিশন মঙ্গল দিল্লি এবং এনসিআরের হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সরকারের আধিকারিকদের সঙ্গে বায়ুদূষণ নিয়ে বৈঠক করে ৷ যেখানে দিল্লি ও তার সংলগ্ন রাজ্যগুলিকে সিএকিউএম নির্দেশ দিয়েছে, ‘‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলের সকল সরকারি এবং বেসরকার স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ৷ পড়ুয়াদের শুধুমাত্র অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৷’’

আরও পড়ুন : Delhi-NCR air pollution : বাড়ি থেকে কাজ করানোর পক্ষে মত নেই, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

সেই সঙ্গে জাতীয় রাজধানী সংলগ্ন রাজ্যগুলির সরকারকে তাদের 50 শতাংশ কর্মীদের বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এই নির্দেশ মানার জন্য অনুরোধ করতে বলা হয়েছে ৷ এই নিয়মাবলী আগামী রবিবার পর্যন্ত কার্যকর হবে ৷ বায়ু সূচক নিয়ন্ত্রক কমিশনের প্যানেলের তরফে আরও বলা হয়েছে, ‘‘এনসিআর এলাকার যে সব শিল্পতালুকে এখনও পরিবেশ দূষণকারী জ্বালানি ব্যবহার করা হচ্ছে, সেগুলিকে দ্রুত বন্ধ করতে নির্দেশ দেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.