ETV Bharat / bharat

Adani Hindenburg Controversy: মুখবন্ধ খামে প্রস্তাব গ্রহণ নয় ! আদানি ইস্যুতে কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

author img

By

Published : Feb 17, 2023, 6:27 PM IST

SC Refuses to accept sealed cover suggestion from centre over Experts Panel on Market Regulatory Mechanism
ফাইল ছবি

আদানি ইস্যুতে (Adani Hindenburg Controversy) কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (SC Refuses to entertain Centre Suggestion) ৷ কেন এবং কোন বিষয়ে এই অবস্থান নিল শীর্ষ আদালত ?

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের (Adani Hindenburg Controversy) জেরে রুজু হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (SC Refuses to entertain Centre Suggestion) ৷ এর আগে সংশ্লিষ্ট মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছিল, এই ধরনের ঘটনায় যাতে আমজনতার টাকা কোনওভাবেই নষ্ট না তা নিশ্চিত করতে হবে ৷ প্রয়োজনে শেয়ার বাজারের উপর নজরদারি চালানো ব্যবস্থাপনাকে আরও পোক্ত করতে হবে ৷ এই বিষয়ে কোনও বিশেষজ্ঞ কমিটি (Experts Panel on Market Regulatory Mechanism) গঠন করা যায় কি না, সেই বিষয়টিকেও কেন্দ্রকে বিবেচনা করতে বলেছিল সুপ্রিম কোর্ট ৷ জবাবে কেন্দ্র জানিয়েছিল, বিশেষজ্ঞ কমিটি গড়তে তাদের কোনও আপত্তি নেই ৷ তবে, এই বিষয়ে কয়েকজনের নাম প্রস্তাব করতে চায় তারা ৷ সেই প্রস্তাব মুখবন্ধ খামে আদালতে পেশ করতে দেওয়া হোক ৷ শুক্রবার মুখবন্ধ খামে প্রস্তাব পেশের সেই আবেদনই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

এই বিষয়ে আগেই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আর সেই কারণেই মুখবন্ধ খামে কোনও প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷ এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরোশিমা এবং বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চ এই বিষয়ে আদালতের অবস্থান স্পষ্ট করেছে ৷ বেঞ্চের তরফ থেকে বলা হয়, "আমারা আপনাদের কাছ থেকে কোনও মুখবন্ধ খাম গ্রহণ করতে পারব না ৷ কারণ, আমরা এই কাজে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে চাই ৷"

আরও পড়ুন: বিশেষজ্ঞ কমিটি গঠনে আপত্তি নেই, আদানি কাণ্ডে জানাল কেন্দ্র

উল্লেখ্য, গত 10 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলেছিল, যেকোনও পরিস্থিতিতেই ভারতের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না ৷ প্রসঙ্গত, আদানি ইস্যুতে ইতিমধ্যেই একাধিক জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে ৷ এই মামলাগুলি রুজু করেছেন আইনজীবী এমএল শর্মা, আইনজীবী বিশাল তিওয়ারি, কংগ্রেস নেতা জয়া ঠাকুর এবং সমাজকর্মী মুকেশ কুমার ৷

গত মাসে একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ৷ তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয় ৷ ওই রিপোর্টে দাবি করা হয়, নিজেদের আর্থিক অবস্থা ফুলিয়ে-ফাঁপিয়ে পেশ করেছে আদানি গোষ্ঠী ৷ এর পাশাপাশি, শেয়ার দরে কারচুপি, ভুয়ো ও বেআইনি সংস্থা তৈরি করে বিনিয়োগ, একাধিক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন-সহ অসংখ্য অভিযোগ আনা হয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ৷ তারপর থেকেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারদরে রেকর্ড পতন শুরু হয় ৷ বিপাকে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা ৷ আদানি গোষ্ঠী অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.