ETV Bharat / bharat

পুনের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত নাবালকের পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ - Pune Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 5:28 PM IST

Pune Hit and Run Case: পুনে হিট অ্যান্ড রানের ঘটনায় জড়িত নাবালকের দাদুর বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনের সঙ্গে যোগসাজশ করে খুনের অভিযোগ উঠেছে । সেই ঘঠনার তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের এবং গ্রেফতারও করা হয়নি ।

hit and run accident
পুনের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্তের পরিবার (নিজস্ব ছবি)

মুম্বই, 22 মে: পুনের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত নাবালকের পরিবারের খোঁজ শুরু করছে পুলিশ । এই সময়ই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ নাবালকের পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ পেল পুলিশ ৷ সূত্রের খবর, অভিযুক্ত কিশোরের দাদুর বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনের সঙ্গে যোগসাজশ করে খুনের অভিযোগ রয়েছে ।

পুলিশের দাবি, আর্থিক কারণে ভাইয়ের সঙ্গে নাবালকের দাদুর বিবাদ ছিল। সেই বিবাদ থেকেই ওই ব্যক্তি তাঁর ভাইয়ের সহকর্মী অজয় ​​ভোঁসলেকে খুনের পরিকল্পনা করে এবং তার জন্য সরাসরি ছোট রাজনকে সুপারি দিয়েছিলেন । এরপরেই গুণ্ডা দিয়ে অজয় ভোঁসলের উপর গুলি চালানো হয় । এই ঘটনায় ছোট রাজন এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল । এমনকী এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছিল । তবে মামলার মাস্টারমাইন্ড ও কথিত সুপারি কিলারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি এবং তাঁদের গ্রেফতারও করা হয়নি ।

পুনের হিট অ্যান্ড রানের ঘটনায় মুম্বইয়ের বিশেষ আদালতে একটি মামলার শুনানি চলছে । এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 4 জুন। আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজনের সঙ্গে নাবালকের বাবা এবং দাদুর সম্পর্ক প্রকাশ্যে আসায় মামলাটি নতুন মোড় নিয়েছে । বান্দ গার্ডেন থানায় নাবালকের দাদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । জামিন ছাড়া পাওয়া নাবালকের দাদুর আন্ডারওয়ার্ল্ড যোগ রয়েছে বলে জানাজানি হওয়ার পর ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ।

পুনেতে দুর্ঘটনার জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । তিনি এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, "কয়েকদিন আগে দেবেন্দ্রজি বলেছিলেন যে একটি কুকুর গাড়ির নীচে গেলেও বিরোধীরা তার পদত্যাগ দাবি করবে । আজ এক দরিদ্র ঘরের দুই সন্তানকে গাড়ি পিষে দিল । আপনার পুলিশ প্রশাসন দুজনকে হত্যাকারীকে বসিয়ে পিৎজা বার্গার খাইয়েছে । অভিযুক্তের দশ ঘণ্টার মধ্যে জামিন মঞ্জুর করা হযেছে (তাও রবিবার)। দেবেন্দ্রজি এখন আপনিই বলুন কেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইব না?"

আরও পড়ুন:

  1. মদ্যপ নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুগলের ! আটক অভিযুক্তের বাবা
  2. সলমনের বাড়ির বাইরে গুলি-কাণ্ডে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য
  3. বিহারে ভোট পরবর্তী হিংসার বলি এক, গোষ্ঠী সংঘর্ষে আহত আরও 2
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.