ETV Bharat / bharat

Sameer Wankhede জন্মসূত্রে মুসলিম নন, জাতি শংসাপত্র জাল করার অভিযোগে ক্লিন চিট সমীর ওয়াংখেড়েকে

author img

By

Published : Aug 13, 2022, 1:49 PM IST

Sameer Wankhede gets Clean Chit in Caste Certificate Forgery Case
Sameer Wankhede জন্মসূত্রে মুসলিম নন, জাতি শংসাপত্র জাল করার অভিযোগে ক্লিন চিট সমীর ওয়াংখেড়েকে

সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) জন্মসূত্রে মুসলিম নন ৷ জানিয়ে দিল জাতি স্ক্রুটিনি কমিটি (Caste Scrutiny Committee) ৷ জাতি সংশাপত্র জাল করার অভিযোগ (Caste Certificate Forgery Case) সংক্রান্ত ঘটনায় কমিটির তরফ থেকে ক্লিন চিট (Clean Chit) পেলেন সমীর ৷

মুম্বই, 13 অগস্ট: জাতি সংশাপত্র জাল করার অভিযোগ (Caste Certificate Forgery Case) থেকে নিষ্কৃতি পেলেন এনসিবি (NCB)-এর প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ এই ঘটনায় তাঁকে 'ক্লিন চিট' (Clean Chit) দিয়েছে জাতি স্ক্রুটিনি কমিটি (Caste Scrutiny Committee) ৷

গত বছর মাদকপাচারে যুক্ত থাকার অভিযোগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Aryan Khan) গ্রেফতার করে খবরের শিরোনামে এসেছিলেন সমীর ৷ পরে তাঁর এই পদক্ষেপ নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে ৷ একইসঙ্গে, সমীরের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ উঠতে শুরু করে ৷ যার মধ্য়ে অন্যতম ছিল, জাতিগত শংসাপত্র জাল করার অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) ৷ তাঁর দাবি ছিল, সরকারি চাকরি পেতেই জাতিগত শংসাপত্র জাল করেছিলেন সমীর ৷ নবাব মালিক সর্বসমক্ষে অভিযোগ করেছিলেন, জন্ম সূত্রে সমীর মুসলিম ৷ কিন্তু, তিনি কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছিলেন অন্য একটি সংরক্ষিত শ্রেণির আওতায় ৷

Sameer Wankhede gets Clean Chit in Caste Certificate Forgery Case
একটা সময় সোশ্য়াল মিডিয়া ছেয়ে গিয়েছিল সমীরের এই দু'টি বিয়ের ছবিতে ৷

আরও পড়ুন: Sameer Wankhede : জন্মসূত্রে হিন্দু সমীর কোনও দিনই ধর্ম পরিবর্তন করেননি, দাবি স্ত্রী ক্রান্তির

যদিও জাতি স্ক্রুটিনি কমিটির দাবি, জন্মসূত্রে সমীর মোটেও মুসলিম নন ৷ ওই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমীর ও তাঁর বাবা আদৌ কখনও মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন কিনা, সেই বিষয়ে যথাযথ কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তাঁরা যে মাহার-37 তপশিলি জাতির অন্তর্ভুক্ত ছিলেন, এটি প্রমাণিত ৷

উল্লেখ্য, জাতিগত শংসাপত্র জাল করার অভিযোগ উঠতেই গত বছরের নভেম্বর মাসে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট্স-এর দিল্লির কার্যালয়ে হাজিরা দেন সমীর ৷ সেখানেই সংশ্লিষ্ট আধিকারিকদের সামনে নিজের মামলাটি উপস্থাপন করেন ৷ কমিটির চেয়ারম্য়ান বিজয় সাম্পলা আগেই জানিয়েছিলেন, সমীর তাঁদের কাছে যেসব তথ্যপ্রমাণ ও নথি জমা দিয়েছিলেন, সেগুলি সব খতিয়ে দেখা হবে ৷ বিজয়ের বক্তব্য ছিল, "সমীরের দেওয়া নথি যদি সঠিক হয়, তাহলে তাঁর বিরুদ্ধে কেউ কোনও পদক্ষেপ করতে পারবে না ৷" উল্লেখ্য গত বছরেরই অক্টোবর মাসে এই কমিটির ভাইস চেয়ারম্যান অরুণ হালদার সমীর ওয়াংখেড়ের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে তিনি বেশ কিছু আসল নথি (Original Documents) যাচাই করে দেখেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.