ETV Bharat / bharat

S Jaishankar: পাকিস্তান যেভাবে সন্ত্রাসে মদত দেয়, তা আর কোনও দেশ করে না ! দাবি জয়শংকরের

author img

By

Published : Oct 2, 2022, 10:17 AM IST

গুজরাতে আয়োজিত 'রাইজিং ইন্ডিয়া অ্য়ান্ড দ্য ওয়ার্ল্ড: ফরেন পলিসি ইন মোদি এরা' শীর্ষক একটি অনুষ্ঠানে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ৷ বললেন, পাকিস্তান (Pakistan) যেভাবে 'সন্ত্রাসে মদত দেয়', তেমনটা আর কোনও দেশ করে না ৷

S Jaishankar says the way Pakistan practices terrorism no any other country does
S Jaishankar: পাকিস্তান যেভাবে সন্ত্রাসে মদত দেয়, তা আর কোনও দেশ করে না ! দাবি জয়শংকরের

গান্ধিনগর, 1 অক্টোবর: পাকিস্তান (Pakistan) যেভাবে 'সন্ত্রাসে মদত দেয়', তেমনটা আর কোনও দেশ করে না ৷ প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এই কড়া মন্তব্য করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ৷ একইসঙ্গে তাঁর দাবি, ভারতে নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন সরকারের কূটনীতি অন্য দেশগুলিকে বাধ্য করেছে এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবনা, চিন্তা করতে ৷ শনিবার গুজরাতে আয়োজিত 'রাইজিং ইন্ডিয়া অ্য়ান্ড দ্য ওয়ার্ল্ড: ফরেন পলিসি ইন মোদি এরা' শীর্ষক একটি অনুষ্ঠানে এই একথা বলেন বিদেশ মন্ত্রী ৷

শনিবারের অনুষ্ঠানে পাকিস্তান প্রসঙ্গে এস জয়শংকরের মুখে শোনা যায় তীর্যক মন্তব্য ৷ তাঁর কথায়, বর্তমানে ভারতকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ দেশ হিসাবে গণ্য করা হয় ৷ অন্যদিকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পরিচিতি হল আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিশেষজ্ঞ হিসাবে ! জয়শংকর এই প্রসঙ্গে বলেন, "পাকিস্তান যেভাবে সন্ত্রাসে মদত দেয়, সেটা আর কোনও দেশ করে না ৷ পাকিস্তান এত বছর ধরে ভারতের সঙ্গে কী করেছে দেখুন ৷ পৃথিবীর আর কোথাও এমনটা দেখতে পাবেন না ৷ 26/11-এর হামলার পর আমরা একটা বিষয় একেবারে স্পষ্ট করে দিতে চাই ৷ আমরা জানাতে চাই, এই ধরনের আচরণ কিছুতেই গ্রহণযোগ্য নয় ৷ এবং এমন ঘটনা ঘটলে তার ফলও ভোগ করতে হবে ৷"

আরও পড়ুন: শ্রীলঙ্কায় সঙ্কট বাড়লেও ভারতের সামনে উদ্বাস্তু সমস্যা এখনও তৈরি হয়নি, দাবি বিদেশমন্ত্রীর

প্রসঙ্গত, শনিবারের অনুষ্ঠানে সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে বিদেশ মন্ত্রী সরাসরি কথা বলেন ৷ সেই সময়েই পাকিস্তান সম্পর্কে কড়া মন্তব্য করেন তিনি ৷ একইসঙ্গে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের প্রশংসাও শোনা যায় জয়শংকরের মুখে ৷ তাঁর দাবি, ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকারের কূটনীতির জন্যই বিশ্বের অন্য়ান্য় দেশ সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে ভাবতে শুরু করেছে ৷ বিদেশ মন্ত্রী বলেন, "এই সন্ত্রাসের সঙ্গে আমরা কীভাবে লড়াই করছি, সেটা আমরা বিশ্বের বাকি দেশগুলিকে বোঝাতে সফল হয়েছি ৷"

জয়শংকরের আরও দাবি, "আগে এমনটা ছিল না ৷ সেই সময় বিশ্বের অন্য দেশগুলি ভাবত, যা হচ্ছে, সেটা অন্য কোথাও হচ্ছে ৷ তাই তারা এই বিষয়টিকে গুরুত্ব দিত না ৷ কারণ, তাদের মনে হত, অন্য দেশে ঘটা এই সন্ত্রাস তাদের কোনওভাবেই প্রভাবিত করবে না ৷ কিন্তু, এখন পরিস্থিতি বদলেছে ৷ যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের উপর বাকি বিশ্বের চাপ বাড়ছে ৷ এটাই হল কূটনীতির আদর্শ উদাহরণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.