Ruskin Bond Victor Banerjee: মুসৌরির এসবিআই শাখা না-সরাতে চিঠি রাসকিন বন্ড-ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের

author img

By

Published : Sep 23, 2021, 4:47 PM IST

Updated : Sep 23, 2021, 10:00 PM IST

ruskin-bond-victor-banerjee-upset-write-sbi-not-to-shift-mussoorie-branch

মুসৌরিতে (Mussoorie) ল্যান্ডর ক্যান্টনমেন্টে একটি বহুতল নিলাম হচ্ছে ৷ সেখানেই রয়েছে এসবিআই (SBI)-এর একটি শাখা ৷ সেটি সরানো হলে সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যাঙ্কের গ্রাহকরা ৷ সেই তালিকায় আছেন প্রখ্যাত লেখক রাসকিন বন্ড (Ruskin Bond) ও প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও (Victor Banerjee) ৷

মুসৌরি, 23 সেপ্টেম্বর: মুসৌরির (Mussoorie) ল্যান্ডর ক্যান্টনমেন্ট ৷ সেখানে একটি বহুতলের নিলাম হতে চলেছে ৷ তাতেই ক্ষিপ্ত স্থানীয়রা ৷ ক্ষুব্ধদের তালিকায় রয়েছেন প্রখ্যাত লেখক রাসকিন বন্ড (Ruskin Bond) ও প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও (Victor Banerjee) ৷ ক্ষোভের কারণ ? খোলসা করা যাক ৷

ওই এলাকার যে বহুতলটি নিলাম হতে চলেছে, সেখানে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একটি শাখাও ৷ যেখানে অ্যাকাউন্ট রয়েছে বহু মানুষের ৷ বহুতল নিলামের কারণে এসবিআই-এর এই শাখাটি অন্যত্র সরে গেলে তাতে সমস্যার সম্মুখীন হবে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ বহু বছর ধরে মুসৌরির ল্যান্ডর ক্যান্টনমেন্টে পরিষেবা দিয়ে আসছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এই শাখা ৷ ক্যান্টনমেন্ট, জৌনপুর এলাকার অনেকেরই অ্যাকাউন্ট রয়েছে সেখানে ৷ তাই সেটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন স্থানীয়রা ৷

ক্যান্টনমেন্টের সভাপতি ব্রিগেডিয়ার এসএন সিংকে চিঠি দিয়ে এ ব্যাপারে নিজেদের আপত্তির কথা জানানো হয়েছে ৷ স্থানীয়দের পাশাপাশি ব্যাঙ্ক সরানোর সিদ্ধান্তে অসন্তোষের কথা জানিয়েছেন লেখক রাসকিন বন্ড, অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, লেখক গণেশ সাইলি, ড. পি রয়, প্রমোদ কাপুর ও রাজেশ ত্রিপাঠিও ৷ বাসিন্দাদের সেবা নিশ্চিত করাই ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান দায়িত্ব হওয়ায় এ ব্যাপারে বোর্ডের হস্তক্ষেপ দাবি করা হয়েছে সেই চিঠিতে ৷

আরও পড়ুন: Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

লেখক গণেশ সাইলির (Ganesh Saili) কথায়, ‘‘স্টেট ব্যাঙ্কের শাখাটি সরিয়ে দেওয়া হলে স্থানীয় গ্রামবাসী ও প্রবীণ নাগরিকরা খুবই সমস্যার মুখে পড়বে ৷ শুধু অর্থের কথা ভাবলেই চলবে না, একটি প্রতিষ্ঠানের একটি সামাজিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে ৷’’ একই কথা শোনা গিয়েছে স্থানীয় গ্রামবাসীদের মুখেও ৷

এই নিয়ে ক্যান্টনমেন্টের সিইও অভিষেক রাঠোর জানিয়েছেন, একবার লিজের সময় পেরিয়ে গেলে নিলাম করতেই হয় ৷ তবে জনতার দাবির কথা মাথায় রেখে ব্যাঙ্কের শাখাটি দূরে সরানো হচ্ছে না ৷ এখন সেটি যেখানে রয়েছে, তার থেকে 50 মিটারের মধ্যে কোনও অন্য বহুতলে সেটি শুধু নিয়ে যাওয়া হবে ৷ তবে ব্যাঙ্কের এটিএম কিয়স্কটি এখন যেখানে আছে, সেখানেই থাকবে ৷

মুসৌরির এসবিআই শাখা না-সরাতে চিঠি রাসকিন বন্ড-ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: Hilsa : বাংলাদেশের রুপোলি উপহার, হাওড়ার বাজারে হাজির পদ্মার ইলিশ

ব্রিটিশ বংশোদ্ভুত লেখক রাসকিন বন্ডের জন্ম হয় এ দেশেই ৷ 1934 সালের 19মে তিনি জন্মগ্রহণ করেন হিমাচলের কাসাউলিতে ৷ তিনি 1964 সালে মুসৌরিতে গিয়ে ল্যান্ডরে বাস করা শুরু করেছিলেন ৷ 1992 সালে 'আওয়ার ট্রিস স্টিল গ্রো ইন দেহরা' লিখে সাহিত্য অকাদেমি পুরস্কার পান বন্ড ৷ এরপর 1999 সালে পদ্মশ্রী ও 2014 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন রাসকিন বন্ড ৷ 'দ্য ব্লু আমব্রেলা', 'দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি', 'দিল্লি ইজ নট ফার', 'আ সিজনস অফ ঘোস্ট'-সহ তাঁর অনেক লেখাই মানুষের মনে গেঁথে রয়েছে ৷

আরও পড়ুন: PM-CARES : পিএম কেয়ার্স কোনও সরকারি তহবিল নয়, দিল্লি হাইকোর্টকে জানাল পিএমও

Last Updated :Sep 23, 2021, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.