ETV Bharat / bharat

Narendra Modi's Return: মার্কিন সফর শেষে দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন প্রধানমন্ত্রী

author img

By

Published : Sep 26, 2021, 5:36 PM IST

rousing-reception-accorded-to-pm-Narendra Modi-from BJP-at-new-delhi
মার্কিন সফর শেষে উষ্ণ অভ্যর্থনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো বিজেপি

মার্কিন সফর শেষে রবিবার দিল্লির পালাম বিমানবন্দরে এসে নামে প্রধানমন্ত্রীর বিমান ৷ আর তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৷

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: 4 দিনের মার্কিন সফর শেষে আজ দুপুরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার পালাম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্য শীর্ষ নেতারা পালাম বিমানবন্দরে উপস্থিত ছিলেন ৷ বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে অংসখ্য বিজেপি সমর্থক উপস্থিত ছিলেন ৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি বিজেপির তরফে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল ৷

সেই অনুষ্ঠানে বিজেপি সভাপতি নাড্ডা বলেন, ‘‘ভারতকে এবার বিশ্বের অন্যান্য দেশ নতুনভাবে দেখবে ৷ আর এটা সম্ভব হয়েছে বিশ্বের উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদানের জন্য ৷’’ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়েও এদিন বক্তব্য পেশ করেন নাড্ডা ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী তাঁদের কাছে বিশ্বের সকল সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে পেশ করেছেন এবং সেই সঙ্গে সন্ত্রাসবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানও স্পষ্ট করেছে ৷’’ পাশাপাশি চতুর্দেশী বৈঠক এবং রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার বিষয় নিয়েও বক্তব্য পেশ করেন নাড্ডা ৷ যেখানে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশ এবং দেশবাসীর জন্য সম্মান অর্জন করেছেন ৷’’

আরও পড়ুন : Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর

নাড্ডা এও বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে এবং তাঁরা খুব ভাল বন্ধুও ৷ সন্ত্রাসবাদ এবং আবহাওয়ার বদলের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী ভারতকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তুলে ধরেছেন ৷ সেই সঙ্গে এও উল্লেখ করেছেন যে, সকলের অংশগ্রহণে কীভাবে সকল সমস্যার সমাধান সম্ভব ৷’’ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে 157টি পুরাকীর্তি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসাও করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন : Mann Ki baat : আজ 'বিশ্ব নদী দিবস'-এ দেশজুড়ে নদী উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.