Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর

author img

By

Published : Sep 26, 2021, 2:15 PM IST

Why Home Ministry prevented Mamata Banerjee from attending an international conference in Rome, asks Subramanian Swamy

কোন আইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রোম (Rome) সফরে যেতে বাধা দিল কেন্দ্রীয় সরকার ? টুইটে এই প্রশ্নে সরব হলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোম (Rome) সফরে কেন্দ্রের বাধা দেওয়া নিয়ে এ বার তোপ দাগলেন স্বয়ং বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷ তাঁর প্রশ্ন, কোন আইনের বলে আটকানো হল মুখ্যমন্ত্রীকে ? এই নিয়ে টুইটে সরব হয়ে সংবিধানের পাঠও শেখাতে চেয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ৷

অক্টোবরের 6 এবং 7 তারিখে রোমে বিশ্ব শান্তি বৈঠকের আয়োজন করেছে ইতালির একটি বেসরকারি সংগঠন । তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে সেই অনুষ্ঠানে । আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন । সেই মতোই তাঁর সফরসূচি চূড়ান্ত করা হয়ে যায় । ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন । সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন মমতা । তখনই নবান্নে আচমকা কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠি এসে পৌঁছয় ৷ জানা যায়, মমতাকে রোম যাত্রার অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক ৷ অনুমতি না-দেওয়ার কারণ হিসেবে চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর এই সফর 'সঙ্গতিপূর্ণ নয় ৷'

এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজ টুইটারে সরব হয়েছেন বিজেপির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ তিনি লিখেছেন, "কেন রোমে আন্তর্জাতিক সম্মেলনে যাওয়া থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দিল স্বরাষ্ট্রমন্ত্রক ? তাঁর যাওয়ার ক্ষেত্রে কোন আইন বাধা হয়ে দাঁড়াল ?"

  • Why was Bengal CM Mamata prevented by Home Ministry from attending an international conference in Rome ? Which law prevented her going?

    — Subramanian Swamy (@Swamy39) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Banerjee : মোদি আমেরিকায়, অথচ কেন্দ্রের হিংসায় রোমে যেতে পারলাম না ; তোপ মমতার

অপর টুইটে স্বামী এই নিয়ে আরও লেখেন, "আমার মনে হচ্ছে যে, সংবিধানের 19 নং ধারা নিয়ে আমার পাঠ দেওয়া উচিত ৷ সেখানে উল্লেখ করা ধারাগুলির মধ্যে এটা বলা আছে যে, পর্যটন হল ব্যক্তির মৌলিক অধিকার, তবে সে ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে ৷ সুপ্রিম কোর্ট এই বিধিনিষেধগুলির সুযোগ নিয়ে বহু রায় দিয়েছে ৷ তবে এই সুযোগগুলির মধ্যে এমন কিছু নেই যা 'মুখ্যমন্ত্রীর জন্য সঙ্গতিপূর্ণ নয়'-এর কারণ হতে পারে ৷"

  • I think I should do a tutorial on Article 19 of the Constitution which includes freedom of travel as a fundamental right but subject to reasonable restrictions. SC in many judgments has given the scope of these restrictions. But scope does not include reason of “not fit for CM”

    — Subramanian Swamy (@Swamy39) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Banerjee : মমতার রোম যাত্রার অনুমতি দিল না কেন্দ্র, চিঠি নবান্নকে

মমতার রোমযাত্রা রুখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে স্বয়ং বিজেপি নেতা প্রশ্ন তোলায় স্বাভাবিক ভাবেই অস্বস্তি বাড়ার কথা বিজেপির ৷ এই নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কলিন লেনে ভোটপ্রচারে গিয়ে তিনি বলেন, বিজেপি তাঁকে হিংসা করে ৷ হিংসা থেকেই তাঁকে রোমে যেতে দিল না কেন্দ্র ৷ অথচ বিজেপির নেতারা যেখানে খুশি যেতে পারে ৷ এ দিক-ও দিক ঘুরে বেড়ালে তাদের সাত খুন মাফ ৷ নরেন্দ্র মোদির সরকার চক্রান্ত করেই তাঁর যাওয়া আটকে দিয়েছে বলে তোপ দাগেন মমতা ৷

আরও পড়ুন, Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর নিয়েও কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি ৷ বলেন, "কোভ্যাক্সিনকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি ৷ তাহলে কী ভাবে প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিয়ে আমেরিকা চলে গেলেন ? আমার বেলায় যত বাধা ৷ দেশের প্রতিনিধিত্ব করতেই যাচ্ছিলাম ৷ তাও আটকে দিল ৷"

আরও পড়ুন: Bhabanipur Bye Election : মমতার 'পচাগলা কুকুরের ডেডবডি' মন্তব্যের কড়া সমালোচনা মালব্যের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.