ETV Bharat / bharat

Titanosaur Fossilized Eggs Found: ভারতে উদ্ধার পেল্লায় ডাইনোসরের 250টি ডিম !

author img

By

Published : Jan 20, 2023, 10:23 PM IST

Researchers found more than 250 Fossilized Eggs of Titanosaur at Lameta Formation
প্রতীকী ছবি

ভারতের লামেটা ফরমেশনে (Lameta Formation) পাওয়া গিয়েছে টাইটানোসরের 250টিরও বেশি ডিমের জীবাশ্ম (Titanosaur Fossilized Eggs Found) ! ঘটনায় উচ্ছ্বসিত গবেষকরা ৷

ওয়াশিংটন, 20 জানুয়ারি: একটা সময় ভারতীয় উপমহাদেশ (Indian Subcontinent) দাপিয়ে বেরাত টাইটানোসর (Titanosaur) বা টাইটানোসরিয়া (Titanosauria) প্রজাতির ডাইনোসররা (Dinosaur) ৷ এবার তাদের সম্পর্কে আরও বিশদ তথ্য পাওয়া যাবে ৷ কারণ, সম্প্রতি 250টিরও বেশি ডিমের জীবাশ্ম আবিষ্কার করা হয়েছে (Titanosaur Fossilized Eggs Found) ৷ সেই জীবশ্মের বিশ্লেষণই সামনে আনবে বহু নতুন তথ্য ! গত 18 জানুয়ারি প্রকাশিত একটি প্রবন্ধে এমনটাই দাবি করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হর্ষ ধীমান ৷

ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যায়ে যে ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত, তাদের কঙ্কাল ও ডিমের জীবাশ্মের প্রচুর নমুনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লামেটা ফরমেশনে (Lameta Formation) ৷ এটি আদতে মধ্য ভারতে অবস্থিত নর্মদা উপত্যকার একটি অংশ ৷ এখানকার ভূত্বকের বিভিন্ন স্তরে প্রাগৈতিহাসিক এই জন্তুর দেহাবশেষের খোঁজ মিলেছে ৷ সম্প্রতি এই এলাকাতেই ডাইনোসরের 92টি বাসা খুঁজে পাওয়া গিয়েছে ৷ সেখান থেকে উদ্ধার করা হয়েছে ডাইনোসরের 256টি ডিমের জীবাশ্ম ৷ এই ডিমগুলি টাইটানোসরের বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: বিরল আবিষ্কার ! মধ্যপ্রদেশে মিলল ডাইনোসরের 'ডিমের ভিতর ডিম'

তথ্য বলছে, পৃথিবীতে বসবাসকারী ডাইনোসরের বিভিন্ন প্রজাতির মধ্যে সবথেকে বড় আকারের যেগুলি ছিল, তার মধ্য়ে টাইটানোসর অন্যতম ৷ উদ্ধার হওয়া ডিমের জীবাশ্মগুলি পরীক্ষা করার সুযোগ পেয়েছেন ধীমান ও তাঁর সহকর্মীরা ৷ তাঁদের আশা, গবেষণার কাজ যত এগোবে, টাইটানোসর সম্পর্কে ততই নতুন নতুন তথ্য সামনে আসবে ৷

ইতিমধ্য়েই সংশ্লিষ্ট এলাকায় টাইটানোসরের ছ'রকমের ডিমের জীবাশ্ম খুঁজে পেয়েছেন গবেষকরা ৷ তাঁদের দাবি, টাইটানোসর প্রজাতিটি যে অত্যন্ত বৈচিত্রপূর্ণ ছিল, তা তাদের ডিমের এই রকমভেদ থেকেই প্রমাণিত ৷ অথচ, শুধুমাত্র টাইটানোসরের কঙ্কাল পর্যবেক্ষণ বা পরীক্ষা করে এই তথ্য পাওয়া সম্ভব ছিল না ৷ বিজ্ঞানীরা আরও জানতে পেরেছেন, এই টাইটানোসরের আচরণ ছিল অনেকটা আজকের যুগের কুমিরের মতো ৷ কুমির যেমন নদীর পাড়ের কোনও জায়গায় গর্ত খুঁড়ে তাতেই ডিম পাড়ে এবং সেই গর্ত আলগা মাটির সাহায্য়ে ঢাকা দিয়ে রাখে, টাইটানোসরও ঠিক তেমনটাই করত !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.