ETV Bharat / bharat

Jadeja meets PM Modi: গুজরাতে মন্ত্রিসভা সম্প্রসারণের আগে স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে জাদেজা

author img

By

Published : May 17, 2023, 3:29 PM IST

মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান ভারতের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রিভাবা ৷ জাদেজা-পত্নী আবার গুজরাতের বিজেপি বিধায়ক ৷ ওই রাজ্যে শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে ৷ তার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

Jadeja meets PM Modi
Jadeja meets PM Modi

নয়াদিল্লি, 17 মে: শেষলগ্নে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ আগামী শনিবার দিল্লিতেই হবে সেই ম্যাচ ৷ তাই দিল্লিতে পৌঁছেছেন চেন্নাইয়ের খেলোয়াড়রা ৷ দেশের রাজধানীতে পৌঁছানোর সুযোগ পেয়েই 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন সিএসকে-র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ সঙ্গে ছিলেন স্ত্রী রিভাবা জাদেজা ৷ মঙ্গলবার সেখানেই তাঁরা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীকে নিয়ে সাক্ষাতের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং জাদেজা ৷ ছবির সঙ্গে জাদেজা লেখেন, ‘‘নরেন্দ্র মোদি সাহেব আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷ আপনি আমাদের মাতৃভূমির জন্য কঠোর পরিশ্রম ও উৎসর্গের একটি প্রধান উদাহরণ ! আমি নিশ্চিত আপনি সর্বোত্তম উপায়ে সবাইকে অনুপ্রাণিত করতে থাকবেন ৷’’ পরে প্রধানমন্ত্রীও জাদেজার সেই পোস্ট রিটুইট করেন ৷ সেখানে মোদি লেখেন, ‘‘আজ রিভাবা ও আপনার সঙ্গে চমৎকার সাক্ষাৎ হয়েছে । আমরা বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি ৷’’

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কী এমন গুরুত্বপূর্ণ আলোচনা প্রধানমন্ত্রী করলেন জাদেজা ও তাঁর স্ত্রীর সঙ্গে ৷ কারণ, তাঁর স্ত্রী রিভাবা আবার গুজরাতের জামনগর উত্তরের বিধায়ক ৷ গত বছরের শেষে হওয়া ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিজেপির টিকিটে ভোটে জিতেছেন ৷ তাহলে কি গুজরাতের রাজনীতি নিয়ে কোনও আলোচনা হল এই ত্রয়ীর মধ্যে ?

গুজরাতের রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ওই রাজ্যের সরকারে মন্ত্রিসভার রদবদল হতে পারে ৷ সেই রদবদলে মন্ত্রিসভায় জায়গা হতে পারে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবার ৷ মনে করা হচ্ছে সেই কারণেই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন ভারতের এই অলরাউন্ডার ৷ কারণ, প্রধানমন্ত্রীর সম্মতি থাকলে গুজরাতের ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রিসভায় রিভাবার অন্তর্ভুক্তি সহজ হবে ৷ যদিও জাদেজার ঘনিষ্ঠ মহল থেকে এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে ৷

অন্যদিকে এই সাক্ষাৎ নিয়ে রিভাবা জাদেজাও টুইট করেছেন ৷ সেখানে গুজরাতিতে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের অর্থ হল এক অসীম সম্ভাবনার উপলব্ধি ও সেই সম্ভাবনাকে সম্ভব শক্তিও পাওয়া যায় । নয়াদিল্লির বাসভবনে সাক্ষাতের সুযোগ পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷

এখন দেখার এই সৌজন্য সাক্ষাৎ থেকে যে সম্ভাবনা জন্ম নিয়েছে, তা আদৌ সত্যি হয় কি না !

আরও পড়ুন: স্ত্রীকে প্রার্থী করায় মোদি-শাহকে ধন্যবাদ জাদেজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.