ETV Bharat / bharat

Rajnath Singh: প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা পেরতে পারে সেনা, কার্গিল যুদ্ধের প্রসঙ্গ টেনে হুঙ্কার রাজনাথের

author img

By

Published : Jul 26, 2023, 7:04 PM IST

Rajnath Singh
রাজনাথ সিং

Kargil Vijay Diwas: কার্গিল বিজয় দিবস উপলক্ষে বুধবার লাদাখে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেখানে তিনি, নাম না করে পাকিস্তানকে বার্তা দেন ৷

লাদাখ, 26 জুলাই: 1999 এর কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখে পেরোয়নি, কিন্তু চাইলে পাকিস্তানে ঢুকে যেতে পারত এদেশের বাহিনী ৷ 24 তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখে সেনা বাহিনীর বিশেষ এক অনুষ্ঠানে যোগ দিয়ে বুধবার এই দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এদিন কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ সিং বলেন, "দেশের সম্মান ও গরিমা আমাদের কাছে সবার উপরে ৷ তাই দেশের সম্মান রক্ষা ও অখণ্ডতার স্বার্থে আমরা যে কোনও পর্যায়ে যেতে পারি ৷" দেশের স্বার্থে প্রয়োজনে সেনা সীমান্ত অতিক্রম করতে পারে বলেও এদিন মন্তব্য করেছেন রাজনাথ ৷

  • #WATCH | Ladakh: Defence Minister Rajnath Singh says, "The Kargil war was imposed on India. India at that time had tried to solve the issues with Pakistan through talks...During Operation Vijay, Indian Army gave a message not only to Pakistan but to the whole world, that when it… pic.twitter.com/OMOJYl8iky

    — ANI (@ANI) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, 1999 সালের 26 জুলাই 'অপারেশন বিজয়'য়ের মাধ্যমে কার্গিল যুদ্ধে জয় পাওয়ার পর ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘণ করেনি কারণ, ভারত শান্তিপ্রিয় দেশ ৷ ভারত শান্তিতে বিশ্বাস করে ও আন্তর্জাতিক আইন মেনে চলে ৷ রাজনাথ সিং এই প্রসঙ্গে আরও বলেন,"আমরা সেবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যাইনি তার মানে এই নয় যে আমরা তা পারতাম না বা পারি না ৷ দেশের স্বার্থে প্রয়োজনে আমরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যেতে পারি ৷" মূলত 1999 সালের ভারত-পাক যুদ্ধ প্রসঙ্গে রাজনাথ এই কথা বললেও, চিনের সঙ্গে বর্তমান সীমান্ত বিবাদের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: লাদাখে কার্গিল বিজয় দিবস উদযাপন, শ্রদ্ধা জানালেন রাজনাথ ; দেখুন ভিডিয়ো

কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন রাজনাথ জানান, কার্গিল যুদ্ধ ভারতের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ৷ তাঁর দাবি, ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে যাবতীয় বিবাদ মেটাতে সচেষ্ট ছিল, কিন্তু সেসময় ভারতের পিঠে ছুড়ি মারা হয় ৷ কাশ্মীর সমস্যার সমাধানে ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের তাগিদে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপায়ীর ভূমিকার কথাও বলেন রাজনাথ ৷ ভারতীয় সেনা কোনও প্রতিপক্ষকে ভয় পায় না বলেও জানিয়েছেন রাজনাথ ৷ তিনি জানান, দেশের অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থে সেনাকে সবরকম সিদ্ধান্ত নিতে দেয় সরকার ৷ আগে রাজনৈতিক সিদ্ধান্ত হীনতা ছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে দেশ সেনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.