Kargil Vijay Diwas 2023: লাদাখে কার্গিল বিজয় দিবস উদযাপন, শ্রদ্ধা জানালেন রাজনাথ ; দেখুন ভিডিয়ো

By

Published : Jul 26, 2023, 11:17 AM IST

thumbnail

1999 সালের 26 জুলাই ৷ সাফল্যের সঙ্গে শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন বিজয়' ৷ কার্গিলে প্রায় তিন মাস ধরে চলে এই যুদ্ধ ৷ এই দিনটির স্মরণে মঙ্গলবার লাদাখে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ বৈচিত্র্যময় সংস্কৃতির প্রদর্শনীতে সামরিক ব্যান্ড ও সাংস্কৃতিক পারফরম্যান্সের একটি মন্ত্রমুগ্ধ প্রদর্শনও দেখানো হয় ৷ দু'দিনের এই বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে মঙ্গলবার থেকে ৷ আজ সকালে লাদাখে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি কার্গিল যুদ্ধের বীর যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন ৷ 

কার্গিল বিজয় দিবসের 24-তম বার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে একাধিক পোস্টও করা হয়েছে ৷ একটি টুইটে সেনাবাহিনী জানিয়েছে, শহিদ হওয়া সাহসী বীরেদের সম্মানার্থে বিভিন্ন সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিরা 559টি প্রদীপ জ্বালান ৷ আর্মি চিফ জেনারেল মনোজ পাণ্ডে কার্গিল যুদ্ধের বীর ও নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানান ৷  

কার্গিলের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সৈন্যরা কঠোর আবহাওয়ার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ভূ-খণ্ডে লড়াই করেছিলেন ৷ তার ফলে দ্রাস, কার্গিল ও বাটালিক সেক্টরে শত্রুদের পরাজয় হয়েছিল ৷ এদিনের অনুষ্ঠানটি শুরু হয় যুদ্ধের একটি অডিয়ো-ভিজুয়াল বর্ণনা দিয়ে ৷ সেখানে কার্গিল যুদ্ধের বিভিন্ন সময়ের ছবি দেখানো হয় ৷ প্রাণবন্ত বর্ণনায় তুলে ধরা হয় কীভাবে পাহাড়ের পটভূমিতে এই ভয়ানক যুদ্ধ হয়েছিল ৷ প্রতিটি দৃশ্যেই ভারতীয় সেনাদের আত্মত্যাগের কাহিনী তুলে ধরা হয় ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.