ETV Bharat / bharat

Rajasthan Govt on Eve Teasing: ইভটিজাররা সরকারি চাকরির যোগ্য নয়, ঘোষণা রাজস্থানের

author img

By

Published : Aug 8, 2023, 10:29 AM IST

Etv Bharat
নিজ বাসভবনে বৈঠকে অশোক গেহলট

রাজ্যে গভীর রাত পর্যন্ত নাইট ক্লাব চলার ব্যাপারে কড়া নির্দেশ দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ একই সঙ্গে জানিয়ে দেন, ইভটিজিংয়ে অভিযুক্তরা সরকারি চাকরির ক্ষেত্রে অযোগ্য। সোমবার রাতে নিজের বাসভবনে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন তিনি ৷ কী রয়েছে এই নির্দেশে ?

জয়পুর, 8 অগস্ট: ইভটিজিংয়ে অভিযুক্তরা সরকারি চাকরির ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে ৷ পাশাপাশি নির্ধারিত সময়ের পর পর্যন্ত খোলা নাইটক্লাবগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে রাজস্থান সরকার ৷ সোমবার নিজ বাসভবনে আইনশৃঙ্খলার পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন অশোক গেহলট ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব, মুখ্যসচিব ঊষা শর্মা ও স্বরাষ্ট্র আনন্দ কুমার, পুলিশের মহাপরিচালক উমেশ মিশ্র, ডিজিপি আইন ও শৃঙ্খলা রাজীব কুমার শর্মা, এডিজি আইন ও শৃঙ্খলা আনন্দ শ্রীবাস্তব, এডিজি ক্রাইম দিনেশ এমএন এবং জয়পুরের পুলিশ কমিশনার বিজু ।

নাইটক্লাবগুলি নির্ধারিত সময়ের পরেও খোলা থাকার কথা জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ এরপরই 12টার পর পর্যন্ত যে সমস্ত ক্লাব খোলা থাকছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি ৷ পাশাপাশি তিনি এও জানান যে, ইভটিজিংয়ে অভিযুক্তরা সরকারি চাকরির ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে ৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, মহিলা ও দুর্বলদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা বন্ধ করা আমাদের প্রথম কর্তব্য ৷ তিনি পুলিশ আধিকারিকদের বিশেষ অভিযান চালিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ৷ এই বিষয়ে তিনি বলেন,"এই ধরনের দুষ্কৃতীদের রেকর্ড রাখা উচিত ৷ ইভটিজিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তাদের চরিত্রের শংসাপত্রে উল্লেখ করা উচিত ৷ যারা এই কাজে অভ্যস্ত তাদের সরকারি চাকরিতে অযোগ্য হিসেবে ঘোষণা করা হবে ৷"

রাজধানী জয়পুর-সহ রাজ্যজুড়ে রাত 12টার পর কোনও নাইটক্লাব খুলবে না ৷ যদি তারপরেও কোনও ক্লাব খোলা থাকে তাহলে সেই ক্লাবগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷ এসব ক্লাব ম্যানেজারদের পাশাপাশি মালিকদেরও দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নিয়ম অমান্য করলে এই ধরনের ক্লাবের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে ৷

ভিলওয়াড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, পুলিশ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে ৷ দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা মোটেও উচিত নয় ৷ এই ধরনের কোনও অপরাধীকে সরকার কোনওভাবেই ছাড় দেবে না ৷ এই বিষয়গুলি স্পর্শকাতর ৷ তাই এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে যাতে সাধারণ মানুষ সরকার ও পুলিশের উপর আস্থা রাখতে পারে ৷

আরও পড়ুন : 13 বছরের কিশোরীকে অপহরণ করে 28 দিন ধরে গণধর্ষণ !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.