ভিড় ঠেকাতে ফের বাড়ছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম

author img

By

Published : Mar 5, 2021, 4:57 PM IST

NAT_Platform tickets_05032021_Niyamika

ফের বাড়ছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম ৷ দেশের বাছাই করা রেলওয়ে স্টেশনগুলিতে বাড়ছে টিকিটের দাম ৷ এক লাফে তা বেড়ে হতে পারে 50 টাকা পর্যন্ত ৷ রেলের দাবি, করোনা আবহে প্ল্য়াটফর্মে অবাঞ্ছিত ভিড় কমাতেই করা হয়েছে এই পদক্ষেপ ৷ তাদের আশ্বাস, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ধিত দাম ফের কমিয়ে দেওয়া হবে ৷

নয়াদিল্লি, 5 মার্চ: দেশের প্রধান প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে বাড়ানো হল প্ল্য়াটফর্ম টিকিটের দাম ৷ অতিমারীর আবহে অবাঞ্ছিত ভিড় ঠেকাতেই এই উদ্যোগ বলে দাবি কর্তৃপক্ষের ৷ এতে রেলের আয়ও কিছুটা বাড়বে বলে মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও তা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ ৷

ইদানীংকালে একাধিকবার বেড়েছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম ৷ এমনকী, কোনও কোনও স্টেশনে তিন থেকে পাঁচবারও বাড়ানো হয়েছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম ৷ তাতে টিকিটের মূল্য বেড়ে হয়েছে 10 থেকে 30 টাকা ৷ কিন্তু এবার মুম্বই শহরের বিভিন্ন স্টেশন-সহ দেশের বাছাই করা কিছু রেলস্টেশনে প্ল্য়াটফর্ম টিকিটের দাম বেড়ে হবে 50 টাকা ৷

রেল মন্ত্রকের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই প্রসঙ্গে বলা হয়, ‘‘রেলওয়ে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকেন ডিআরএম ৷ আমজনতা এবং রেলযাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সাময়িক একটি পদক্ষেপ করা হচ্ছে ৷ প্ল্য়াটফর্মে ভিড় কমাতেই প্ল্য়াটফর্ম টিকিটের দাম বাড়ানো হচ্ছে ৷ বাস্তব পরিস্থিতি বিচার বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ টিকিটের দাম কত হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট ডিআরএমরাই ৷ করোনা আবহের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে ৷’’

যদিও রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্ল্য়াটফর্মে ভিড় নিয়ন্ত্রণের এই ব্যবস্থা নতুন নয় ৷ 2015 সালেই রেল স্টেশনের প্ল্য়াটফর্ম টিকিটের বাড়ানোর ক্ষমতা দেওয়া হয় ডিআরএমদের ৷

প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারিতেই স্বল্প দূরত্বের প্য়াসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়িয়েছিল রেল মন্ত্রক ৷ তাদের যুক্তি ছিল, রেল সফরে অবাঞ্চিত ভিড় কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ যদিও কোভিড আবহে রেলের এই সিদ্ধান্ত সমালোচিত হয় প্রায় সর্বস্তরেই ৷ প্রশ্ন ওঠে, যেখানে করোনায় রুজি হারিয়ে আতান্তরে পড়েছে আমজনতা, সেখানে রেলের ভাড়া বাড়ানো কতটা যুক্তিযুক্ত ?

আরও পড়ুন: ভিড় এড়াতে ফের চালু হচ্ছে জনসাধারণ টিকিট বুকিং সেবা

এ বিষয়ে প্রশ্ন করা হলে রেল মন্ত্রকের কার্যনির্বাহী নির্দেশক আরডি বাজপেয়ী ইটিভি ভারতকে বলেন, ‘‘এটি একেবারেই স্থানীয় স্তরে কার্যকর করা হচ্ছে ৷ কোন প্ল্য়াটফর্মে কতটা ভিড় নিয়ন্ত্রণ দরকার, তা বিচার করেই প্ল্য়াটফর্ম টিকিটের দাম স্থির করা হবে ৷ এটি আমাদের সামগ্রিক রোজগার বাড়ানোর কোনও পন্থা নয় ৷ শারীরিক দূরত্ববিধি মানতে হলে প্ল্য়াটফর্মে ভিড় কমানো আবশ্য়িক ৷’’

এর পাশাপাশি রেল মন্ত্রকের আশ্বাস, প্ল্য়াটফর্ম টিকিটের ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত সাময়িক ৷ পরবর্তীতে পরিস্থিতি বুঝে তা ফের কমিয়ে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.